রক্তাক্ত বিজেপির বাবু মাস্টার, ‘জ্যোতিপ্রিয় হামলা করিয়েছে’, বিস্ফোরক দাবি অর্জুনের

শনিবার সন্ধে সাড়ে ৮ টা নাগাদ বোমাবাজির ঘটনা ঘটে। গুরুতর আহত হন সদ্য বিজেপিতে যোগ দেওয়া দাপুটে নেতা বাবু মাস্টার।

রক্তাক্ত বিজেপির বাবু মাস্টার, 'জ্যোতিপ্রিয় হামলা করিয়েছে', বিস্ফোরক দাবি অর্জুনের
Follow Us:
| Edited By: | Updated on: Feb 14, 2021 | 1:54 AM

কলকাতা: ভোটের আবহে বাংলায় রক্তপাত। বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে বোমা-গুলি। আর এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে রাজ্যের আইন-শৃঙ্খলা। এই ইস্যুকে সামনে রেখেই টুইটারে মমতাকে তোপ বিজেপি নেতাদের। সরাসরি তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে আক্রমণ করলেন ক্ষুব্ধ বিজেপি নেতারা। অন্যদিকে, এই ঘটনার নেপথ্যে সরাসরি রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে কাঠগড়ায় তুলেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং।

আরও পড়ুন: বাবু মাস্টারের গাড়ি লক্ষ্য করে বোমা বর্ষণ, হাসপাতালে রক্তাক্ত বিজেপি নেতা

TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে অর্জুন বলেন, “যে খেলাটা তৃণমূল খেলছে সেটার ফল ভাল হবে না। আজকে মন্ত্রী আছেন, সামনে-পিছনে পুলিশ ঘুরছে। কাল মন্ত্রী না থাকলে ওনার কী হাল হবে উনি জানেন না। এই হামলা করিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক। উনিই মূল কাণ্ডারী।” অন্যদিকে, এই ঘটনাকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলেই আখ্যা দিয়েছেন জ্যোতিপ্রিয়।

আহত বিজেপি নেতাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বারাকপুরের সাংসদ অর্জুন সিংও হাজির হয়েছেন বাইপাসের ধারের হাসপাতালে।

শনিবার সন্ধে সাড়ে ৮ টা নাগাদ বোমাবাজির ঘটনা ঘটে। গুরুতর আহত হন সদ্য বিজেপিতে যোগ দেওয়া দাপুটে নেতা বাবু মাস্টার। হাসপাতালে ভর্তি করাতে হয় তাঁকে। আর এই ঘটনার পরই কড়া প্রতিক্রিয়া দেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। টুইটারে ক্ষোভ উগরে দেন তিনি। তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতাকে ট্যাগ করে অভিযোগ করেন। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাস্তা বিজেপি নেতা-কর্মীদের রক্তে ভাসিয়ে দেবেন। ঠিক সময়ে জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আর সেই জবাবের মাত্রা যে একেবারে সমান হবে, সে কথাও উল্লেখ করেন অর্জুন সিং।

Blood bath!! TMC and @MamataOfficial are hell bent on flooding streets of WB with blood of BJP karyakartas.

This dastardly act will be answered in equal measure at right time.

Babu master who left TMC,joined BJP in December due to blood thirst of Mamata was attacked today. pic.twitter.com/L49s7pZETp

— Arjun Singh (@ArjunsinghWB) February 13, 2021

টুইট করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্য। পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে নিয়ে একাধিকবার সরব হয়েছেন বিজেপি নেতারা। এবারও স্বাভাবিকভাবেই রাজ্যের আইন-শৃঙ্খলাকেই দায়ী করেছেন তিনি। ইতিমধ্যেই বাইপাসের বেসরকারি হাসপাতালের দিকে রওনা হয়েছেন বিজেপি নেতারা। পৌঁছে গিয়েছেন শঙ্কুদেব পাণ্ডা -সহ আরও অনেকে।

বসিরহাটের বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তারক ঘোষও শৃঙ্খলা নিয়ে অভিযোগ তুলেছেন। তিনি বলেন, এ রাজ্যে মানুষ মানুষের মত করে বাঁচতে পারে না, আর বিরোধীদের তো বাঁচার কোনও অধিকারই নেই। পশ্চিমবঙ্গকে জঙ্গলের রাজত্ব বলে উল্লেখ করেছেন তিনি।