Calcutta High Court: হাইকোর্টে চলল গুলি, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ
এক কনস্টেবলের (Constable) রাইফেল থেকে গুলি ছিটকে যায়। তবে কারও কোনও ক্ষতি হয়নি।
কলকাতা: হাইকোর্টের (Calcutta High Court) অন্দরে চলল গুলি। বুধবার সকালের ঘটনা। তখনও আদালতে আসেননি কোনও বিচারপতি বা আইনজীবী। এক কনস্টেবলের (Constable) রাইফেল থেকে গুলি ছিটকে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জানা গিয়েছে, এ দিন সকালে যখন সবেমাত্র পুলিশকর্মীরা এসে তাঁদের আগ্নেয়াস্ত্রে গুলি ভর্তি করছিলেন, সেই সময় এই দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, সেই সময় ওই পুলিশকর্মীর এসএলআর রাইফেল থেকে একটি গুলি ছিটকে যায়। তবে গুলিতে কারও কোনও ক্ষতি হয়নি। গুলি গিয়ে লাগে হাইকোর্টে থানার মালখানার ছাদে।
তখনও বিচারপতিরা এবং আইনজীবীরা আসেননি। তখনই সেই কনস্টেবলকে সরিয়ে দেওয়া হয় সেখান থেকে। থানায় নিয়ে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ। প্রাথমিকভাবে এই ঘটনাকে নিছক দুর্ঘটনা বলেই মনে করছেন লালবাজারের কর্তারা। গুলি ভরা ঠিক হল কি না, সেটা চেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে খবর। আপাতত ওই পুলিশকর্মীকে বসিয়ে দেওয়া হয়েছে। তাঁর মানসিক অবস্থায় খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, আজই কলকাতার আদালত গুলির নিরাপত্তা নিয়ে একটি বৈঠক হয়। আদালতে সমাজের বিভিন্ন স্তরের মানুষের যাতায়াত। তাই আদালতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এরই মধ্যে কয়েকদিন আগে যে ভাবে দিল্লি রোহিনী কোর্টের অন্দরেই গুলি চলে, তাতে নতুন আতঙ্ক তৈরি হয়েছে। সেই কারণেই কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে এ দিন বৈঠকে বসেন ব্যাঙ্কশাল আদালতের মুখ্য বিচারক সিদ্ধার্থ কাঞ্জিলাল।
আজ মঙ্গলবার সেই বৈঠক বসে বিচার ভবনে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের বৈঠকে উপস্থিত ছিলেন ব্যাঙ্কশাল আদালতের মুখ্য বিচারক সিদ্ধার্থ কাঞ্জিলাল, কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান সহ একাধিক কর্তা। ছিলেন প্রেসিডেন্সি জেলের সুপারও। আদালতের ভিতরে নিরাপত্তা সুনিশ্চিত করতে কী কী পদক্ষেপ গ্রহণ করা যায়, তা নিয়েই এই বৈঠক হয়।
আরও পড়ুন : RG Kar Scam: কেলেঙ্কারির পর্দা ফাঁস! TV9 বাংলার খবরের জেরে তড়িঘড়ি তদন্ত কমিটি গঠন আরজি করে