West Bengal transport: অতিরিক্ত ভাড়া নিচ্ছে বাস? প্রমাণ দিলেই ব্যবস্থা নেবে সরকার
West Bengal transport: সাংবাদিকদের প্রশ্নের মুখে পরিবহন মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী কোনও ভাড়া বাড়াতে চান না, আর তার জন্য রাজ্য সরকারকে কিছু ক্ষতিও মানতে হলেও নয়।
কলকাতা: রাজ্য সরকার বাস ভাড়া বেঁধে দেওয়ার পরও বেশ কিছু ক্ষেত্রে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ সামনে আসছে। যাত্রীরা অনেক সময়েই অভিযোগও জানাচ্ছেন। তথ্য ও প্রমাণ দিতে পারলে সেই সব বাস মালিকের বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। আপাতত ভাড়া বাড়ানো হবে না বলেও জানিয়েছেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের মুখে পরিবহণ মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী কোনও ভাড়া বাড়াতে চান না, আর তার জন্য রাজ্য সরকারকে কিছু ক্ষতিও মানতে হয়। তিনি বলেন, “সরকার প্রয়োজনে ভর্তুকি দিয়ে চালাতে পারে, তবে সাধারণ মানুষের থেকে বেশি টাকা নিতে পারে না। তবে বেসরকারি বাসগুলো চায় কিছু লাভ করতে।” মন্ত্রীর দাবি, বেসরকারি বাস সংগঠনগুলো যদি নিজেরা ভাড়া ঠিক করতে পারত, তাহলে সরকারকে হস্তক্ষেপ করতে হত না। সরকার ভাড়া নির্ধারণ করে দেওয়ার পরও কোথাও কোথা অতিরিক্ত বাস ভাড়া নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেছেন মন্ত্রী। তিনি বলেন, আমরা অভিযোগ পাচ্ছি। তথ্য প্রমাণ দিলে ব্যবস্থা নিচ্ছি। মন্ত্রী জানিয়েছেন, সব সংগঠনের কাছে ভাড়ার চার্ট আছে, সেই চার্ট রেখেই বাস চালাতে হবে।
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে বা লকডাউন উঠে যাওয়ার পর বেসরকারি বাসগুলোর বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছিল। বিভিন্ন রুটে যাত্রীরা অভিযোগ সামনে আনার পর হস্তক্ষেপ করে রাজ্য সরকার। গত এপ্রিলেই রাজ্য স্পষ্ট বার্তা দিয়েছে, ভাড়া বাড়ানো যাবে না, ২০১৮ সালে যে ভাড়া ছিল, সেই অনুসারেই বাস চালাতে হবে। সাধারণ বাসে ন্যূনতম ৭ টাকা এবং মিনিবাসে ন্যূনতম 8 টাকা হারে ভাড়া নেওয়ার কথা বলা হয়েছিল।