বাস ভাড়া বাড়ানো সম্ভব নয়, বৈঠকের পর জানাল রাজ্য সরকার

Bus Fare: আয়ের সঙ্গে ব্যায়ের সামঞ্জস্য নেই বলেই বাস চালানো সম্ভব হচ্ছে না। সরকারকে এই বিষয়ে নজর দেওয়ার আর্জি বাস মালিকদের।

বাস ভাড়া বাড়ানো সম্ভব নয়, বৈঠকের পর জানাল রাজ্য সরকার
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 05, 2021 | 6:19 PM

কলকাতা: পেট্রোলের দাম আকাশছোঁয়া। তার মধ্যে করোনা পরিস্থিতিতে মাস দেড়েক বন্ধ ছিল বাস। আপাতত বাস চালানোর অনুমতি দেওয়া হলেও ৫০ শতাংশ যাত্রী নিয়ে কী ভাবে বাসের খরচ জোগানো হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছে বাস মালিকদের সংগঠনগুলি। আজ, সোমবার বেসরকারি বাসের ভাড়া নিয়ে বৈঠকে বসেছিলেন পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। বৈঠক শেষে রাজ্য সরকারের তরফ থেকে সাফ জানানো হয়েছে যে, আপাতত বাস ভাড়া বাড়ানো হবে না। অন্যদিকে, আয় ও ব্যায়ের সামঞ্জস্য না রাখলে বাস চালানো দুষ্কর হয়ে যাচ্ছে বলেই দাবি বাস মালিকদের।

গত ১ জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস নামানোর নির্দেয় দেয় রাজ্য। কিন্তু রাস্তায় বেরিয়ে যাত্রীরা দেখেন পর্যাপ্ত বাস নেই। রীতিমতো সমস্যায় পড়তে হয় যাত্রীদের। বাস মালিকদের দাবি, পেট্রোপণ্যের দাম যে ভাবে বেড়েছে তাতে এত কম যাত্রী নিয়ে বাস চালানো কার্যত অসম্ভব। শুধু কলকাতা নয়, জেলাতেও দেখা যায় একই ছবি। কোথাও কোথাও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া চেয়ে বাস মালিকরা বাসের গায়ে পোস্টারও লাগিয়ে দেন। এই অবস্থায় আজ, সোমবার বেঙ্গল বাস সিন্ডিকেটের সভাপতি স্বর্ণকমল সাহার সঙ্গে বৈঠকে বসেছিলেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। এ দিন নবান্নে বৈঠক হয় তাঁদের। এরপরই রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়, আপাতত বাস ভাড়া বাড়ানো সম্ভব নয়, অর্থাৎ যা ভাড়া তাতেই বাস নামাতে হবে রাস্তায়।

পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘সাধারণ মানুষের কথা ভেবে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।’ তবে তিনি জানান, অনেক দিন বসে থাকায় বাসের ব্যাটারিতে সমস্যা হয়েছে। সেটা ঠিক করে দেওয়ার ব্যবস্থা করবেন তিনি।

এই সিদ্ধান্তের পর বাস মালিকদের সংগঠনের তরফ থেকে জানানো হয়, তাঁরা কোনও ধর্মঘট করেননি, তবে এতে বহু পরিবারের রুজি রুটির প্রশ্ন রয়েছে বলে জানান তিনি। তাঁরা উল্লেখ করেন, ২০২০-র লকডাউনের পর ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছিল আরটিও অফিস থেকে। পাশাপাশি, সেইমসয় পেট্রোপণ্যের দামও অনেক কম ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে পেট্রোলের দাম ১০০ পেরিয়ে যাওয়ায় উদ্বিগ্ন বাস মালিকরা। তাঁরা বলেন, ‘আমরা চাই বাসের চাকা গড়াক রাস্তায়।’ বাস চালাতে সরকারি অনুদান চাওয়া হয়েছে বলেও জানিয়েছে বাস মালিকরা। খরচ তুলতে না পারলে ক্ষতির মুখে পড়তে হবে মালিক পক্ষকেই। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, বেঙ্গল বাস সিন্ডিকেট, ওয়েস্টবেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন-সহ বাকি সংগঠনগুলিও বাস ভাড়া বাড়ানোর দাবি তুলেছে।

আরও পড়ুন: বিশ্লেষণ: ‘এক দেশ, এক রেশন কার্ড’ কী? ভিন রাজ্যে কীভাবে এর সুবিধা পাবেন? 

এ দিকে, পেট্রোপণ্যের মুূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোল-ডিজেলের ওপর থেকে কেন্দ্রীয় শুল্ক কমানোর আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনি। মূল্যবৃদ্ধি নিয়ে গভীর আশঙ্কা প্রকাশ করেছেন মমতা।