Mamata Banerjee Inaugurate Durga puja 2023: সুজিতকে দিয়ে হাতেখড়ি, ঘরে বসেই ৮০০ পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee Inaugurate Durga puja 2023: প্রতিবছরই বড় বড় পুজোগুলি মহালয়ার আগেই উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছরও তার অন্যথা হল না। তবে হাঁটুতে চোটের কারণে সশীরে উপস্থিত থাকতে পারছেন না তিনি। তার বদলে ভার্চুয়ালি প্রায় ৮০০-র বেশি পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা। আজ থেকেই তার শুভারম্ভ।

Mamata Banerjee Inaugurate Durga puja 2023: সুজিতকে দিয়ে হাতেখড়ি, ঘরে বসেই ৮০০ পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
আজ পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রীImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2023 | 11:31 AM

কলকাতা: আর এক সপ্তাহও বাকি নেই। ঢাকে কাঠি পড়ে গিয়েছে। প্যান্ডেলে-প্যান্ডেলে চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। বৃহস্পতিবার থেকে পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল চারটে নাগাদ প্রথমে দমকল মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির পুজো ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তারপর একে-একে অন্যগুলি। চলতি বছর সাড়ে আটশো পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

প্রতিবছরই বড় বড় পুজোগুলি মহালয়ার আগেই উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছরও তার অন্যথা হল না। তবে হাঁটুতে চোটের কারণে সশীরে উপস্থিত থাকতে পারছেন না তিনি। তার বদলে ভার্চুয়ালি প্রায় ৮০০-র বেশি পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা। আজ থেকেই তার শুভারম্ভ। প্রথম দিন শ্রীভূমি-সহ হাতিবাগান সর্বজনীন, টালা প্রত্যয়, এন্টালি মাতৃভূমি সহ কলকাতার ৬টি পুজোর উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। এ দিন, রাজ্য মন্ত্রীসভার বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর বাসভবনে। সূত্রের খবর, মূলত পুজো সংক্রান্ত বিষয়েই আলোচনা হতে পারে বৈঠকে। নেতা-মন্ত্রীরা যাতে নিজের নিজের এলাকায় সময় দেন, কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই সময় বিষয়ই আলোচনা হতে পারে এ দিন।

প্রসঙ্গত, মহালয়ার আগে বিভিন্ন মণ্ডপে গিয়ে পুজোর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, চেতলা অগ্রণীর মতো একাধিক মণ্ডপে প্রতিমার চোখও আঁকেন। কিন্তু এই বছর স্পেন বং দুবাই থেকে ফেরার পরে পায়ের চোটের জন্য বর্তমানে ঘরবন্দি অবস্থায় বিশ্রামে রয়েছেন সেই কারণে ভার্চুয়ালি পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর