DA Case in High Court: ৪৩৬ কোটি টাকার ক্ষতি! DA আন্দোলনকারীদের সঙ্গে সরকারে আলোচনায় বসার পরামর্শ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির

DA Case in High Court: কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে কলকাতায় চলছে আন্দোলন।

DA Case in High Court: ৪৩৬ কোটি টাকার ক্ষতি! DA আন্দোলনকারীদের সঙ্গে সরকারে আলোচনায় বসার পরামর্শ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির
অলংকরণ- TV9 বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Apr 06, 2023 | 1:50 PM

কলকাতা : ডিএ নিয়ে সরকারি কর্মী সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসুক রাজ্য। এমনটাই মত কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের। আগামী ১৭ এপ্রিলের মধ্যে বৈঠক করার পরামর্শ দিয়েছেন তিনি। মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন জারি এখনও। ধর্মঘট, পেন ডাউন বা সিজ ওয়ার্ক করে প্রতিবাদের জোর আরও বাড়াচ্ছেন সরকারি কর্মীরা। এভাবে কাজ বন্ধ রাখার ফলে ৪৩৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। এমন অভিযোগ তুলেই একটি মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার আইনজীবী রমাপ্রসাদ সরকারের করা সেই মামলার শুনানি ছিল হাইকোর্টে। মুখ্যসচিব, অর্থসচিব সহ উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসার কথা বলেছেন তিনি।

আগামী ১৭ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি আছে। তার মধ্যেই বৈঠক করার পরামর্শ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। এদিন তিনি উল্লেখ করেছেন, সিজ ওয়ার্ক আর বনধ দুটি আলাদা বিষয়। শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে আদালতের কিছু বলার নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আরও বলেন, আমরা জানি রাজ্য শো কজ নোটিশ দিয়েছে। কিন্তু এটাও ঠিক যে একটা দিন নষ্ট করা হয়েছে। পেন ডাউনের মতো ঘটনা নিত্যদিন হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। শীর্ষ আদালতে শুনানি ফের পিছিয়ে গেলে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হবে বলে মনে করেন তিনি।

সরকারি কর্মচারী সংগঠনে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন, যে দিন বনধের জন্য কাজ করা হবে না, তার বদলে পরে শনিবার বা রবিবার কাজ করতে রাজি আছেন কর্মীরা। তারপরেও হুমকি দেওয়া হয়েছে।

অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, কর্মী সংগঠনকে বোঝানোর চেষ্টা করেছি। আমরা চাই সুপ্রিম কোর্টে যতদিন মামলা বিচারাধীন রয়েছে, ততদিন এই ধরনের কর্মবিরতি বন্ধ থাকুক। তিনি নিজে দায়িত্ব নিয়ে বৈঠকের ব্যবস্থা করবেন বলেও জানিয়েছেন এজি।

বর্তমানে ৪২ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে কলকাতায় চলছে আন্দোলন। আগামিদিনে আরও বৃহত্তর আন্দোলনের কথাও বলছেন সরকারি কর্মীরা।