Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: ১২টার আগে গিয়েও ফল হল না, বেআইনি’ চাকরি প্রাপকদের সোমবার আসতে বলল ডিভিশন বেঞ্চ

Group D: তড়িঘড়ি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জরুরি ভিত্তিতে মামলা করার অনুমতি চাইলেন চাকরি প্রাপকেরা। যদিও জরুরি ভিত্তিতে মামলার অনুমতি ফিরিয়ে দিয়েছে হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চ।

Calcutta High Court: ১২টার আগে গিয়েও ফল হল না, বেআইনি' চাকরি প্রাপকদের সোমবার আসতে বলল ডিভিশন বেঞ্চ
কলকাতা হাইকোর্ট (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 10, 2023 | 12:36 PM

কলকাতা: গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে (Group D Recruitment Scam) ওএমআর শিট (OMR Sheet) বিকৃতির মামলার কড়া নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২ হাজার ৮২০ জনের চাকরির সুপারিশ বাতিলের নির্দেশ দিয়েছেন তিনি। শুক্রবার দুপুর ১২টার মধ্যেই স্কুল সার্ভিস কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে সিঁদুরে মেঘ দেখছেন প্যানেলভুক্ত চাকরি প্রাপকেরা। তাই এদিন সকালেই তড়িঘড়ি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জরুরি ভিত্তিতে মামলা করার অনুমতি চাইলেন চাকরি প্রাপকেরা। যদিও জরুরি ভিত্তিতে মামলার অনুমতি ফিরিয়ে দিয়েছে হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চ। মামলা দায়ের করে সোমবার আসার পরামর্শ ডিভিশন বেঞ্চের।

সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলার অনুমতি চাওয়া হয়েছিল। ওএমআর শিট বিকৃতি নিয়ে ওয়েবসাইটে নাম দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়েছিল। মামলা ফাইল করার অনুমতি চেয়ে বেলা ১২টার আগে শুনানির আবেদন জানানো হয়েছিল। তবে সেই আবেদন ফিরিয়ে দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

প্রসঙ্গত,  গ্রুপ ডি নিয়োগে ওএমআর শিট বিকৃতি মামলার তদন্ত করছিল সিবিআই। গাজিয়াবাদ থেকে যে ওএমআর শিটগুলি উদ্ধার হয়েছিল, সেগুলি কমিশনের হাতে তুলে দিয়েছিল সিবিআই। স্কুল সার্ভিস কমিশনও গতকাল হাইকোর্টের বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের একক বেঞ্চে জানিয়েছিল, তারাও যাচাই করে দেখেছে ২,৮১৯টি ওএমআর শিটে গরমিল রয়েছে। সেই কথা শুনে বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, ওই চাকরির সুপারিশপত্রগুলি বাতিল করার জন্য।

উল্লেখ্য, এসএসসি গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে মোট শূন্যপদ ছিল ৩৯৫৬ টি। এসএসসি সুপারিশপত্র দিয়েছিল ৩৮৮০ জনের। প্যানেলে নাম ছিল ৩৫০২ জনের এবং অপেক্ষমান তালিকায় ছিলেন ৬৯৮৮ জন। তাঁদের মধ্যে স্কুলে চাকরি পেয়েছেন ১৯১১ জন। আগামিকাল দুপুর ১২ টা ৫ মিনিটে সুপারিশ বাতিল করবে এসএসসি। বোর্ড ১২ টা ১০ মিনিটে ওয়েবসাইটে তুলবে নিয়োগ বাতিলের তালিকা।

বিস্তারিত আসছে…