নতুন পাঁচ অতিরিক্ত বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট
দীর্ঘদিন ধরেই একাধিক শূন্যপদ রয়েছে হাইকোর্টে। এবার নিয়োগ করা হল পাঁচ বিচারপতি।
কলকাতা: পাঁচ নতুন বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সম্প্রতি হাইকোর্টের বিচারপতির সংখ্যা কম থাকায় সংসদে তা নিয়ে বক্তব্য রেখেছিলেন সাংসদ তথা আইনজীবী কল্যান বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। এরপরই নতুন বিচারপতি নিয়োগ করল কেন্দ্রীয় সরকার। তবে এই বিচারপতিদের প্রত্যেককেই আপাতত অ্যাডিশনাল বা অতিরিক্ত বিচারপতি হিসেবে রাখা হচ্ছে। সাধারণত বিচারপতিরা ছ’মাস পর স্থায়ী হন। তবে এ ক্ষেত্রে দু’বছর অতিরিক্ত বিচারপতি হিসেবে রাখার কথা বলা হয়েছে।
যে পাঁচ বিচারপতিকে নিয়োগ করা হয়েছে তাঁদের মধ্যে তিন জন বাঙালি বিচারপতি রয়েছেন। যাঁদের নিয়োগ করা হয়েছে তাঁরা হলেন, কেসং ডোমা ভুটিয়া, রবীন্দ্রনাথ সামন্ত, সুগত মজুমদার, বিভাস পট্টনায়ক এবং আনন্দকুমার মুখোপাধ্যায়। সুগত মজুমদার এবং বিভাস পট্টনায়ককে দু’বছরের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ করা হল। কেসং ডোমা ভুটিয়াকে ৯ মাস, আনন্দকুমার মুখোপাধ্যায়কে এক বছর ও রবীন্দ্রনাথ সামন্তকে ২২ মাসের জন্য কলকাতা হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ করল কেন্দ্রের আইন মন্ত্রক।
হাইকোর্টে মোট ৭২ জন বিচারপতি থাকা উচিৎ। কিন্তু চলতি বছরে দেখা গিয়েছে বিচারপতির সংখ্যা কমে হয়েছে ৩১, যার মধ্যে ২৯ জন স্থায়ী বিচারপতি ও ২ জন অস্থায়ী। মোট ৪১ টি শূন্যপদ পড়েছিল। এর আগে গত বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে রাজেশ বিন্দলকে নিয়োগ করা হয় কলকাতা হাইকোর্টে। এরপর গত মে মাসে অনিরুদ্ধ রায়কে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়।
অন্যদিকে, প্রথম মহিলা প্রধান বিচারপতি পেতে পারে দেশ। যে নয়জন বিচারপতির নাম পাঠিয়েছিল সুপ্রিম কোর্টের কলোজিয়াম, তাতে শিলমোহর দিয়েছে কেন্দ্র। নয় জন বিচারপতিই সুপ্রিম কোর্টে জায়গা পাচ্ছেন। সম্প্রতি প্রধান বিচারপতি এনভি রামণের নেতৃত্বেই সুপ্রিম কোর্টের কলোজিয়াম নয় বিচারপতির নাম সুপারিশ করেছিল। এই তালিকায় ছিলেন কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি এএস ওকা, বিচারপতি বিভি নাগারত্ন, তেলেঙ্গনা হাইকোর্টের প্রধান বিচারপতি হিমা কোহলি, গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি বিক্রম নাথ, সিকিমের প্রধান বিচারপতি জেকে মহেশ্বরী, কেরল হাইকোর্টের বিচারপতি সিটি রবিকুমার, মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এমএম সুন্দ্রেশ, গুজরাট হাইকোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদী ও আইনজীবী পএস নরসিমহা। সুপ্রিম কোর্টের কলোজিয়ামের স্থির করা নামের মধ্যে বিচারপতি নাগারত্ন আগামী ২০২৭ সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে পারেন। এক মাসের জন্য হলেও তিনিই ভারতের প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে পারেন।
১৯৫০ সালের ২৬ জানুয়ারি সুপ্রিম কোর্ট গঠন হওয়ার পর এখনও অবধি বিগত ৭১ বছরে খুব কম সংখ্যক মহিলাকেই সুপ্রিম কোর্টের বিচারপতি রূপে পাওয়া গিয়েছে। এখনও অবধি মাত্র আটজন মহিলাই সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পেরেছেন, সেখানে প্রধান বিচারপতি পদে একজন মহিলার দায়িত্ব গ্রহণ করা নয়া ইতিহাসের সূচনা করবে। আরও পড়ুন: ‘কথা রাখেনি তালিবান’, আফগান পরিস্থিতি নিয়ে বিরোধীদের পুঙ্খানুপুঙ্খ তথ্য জানাল কেন্দ্র