IIT Student Death: ময়নাতদন্তের রিপোর্টের সঙ্গে ছাত্রদের বক্তব্যের কোনও মিল নেই, ‘বিস্মিত’ বিচারপতি
HC: শুনানি চলাকালীন বিচারপতি বলেন, আইআইটির যাঁদের বক্তব্য রেকর্ড করা হয়েছে, সেখানে মূল ঘটনা নিয়ে তো কিছুই নেই। আদালতের নির্দেশ, সিএফএসএল চণ্ডীগঢ়কে দ্রুত মোবাইলের তথ্য পরীক্ষা করে রিপোর্ট দিতে হবে। একইসঙ্গে কলকাতা সিএফএসএল অধিকর্তাকে ডিএনএ পরীক্ষার রিপোর্ট দ্রুত দেওয়ার নির্দেশ। দু'টি রিপোর্ট এক মাসের মধ্যে দিতে হবে সিটকে।
কলকাতা: আইআইটি খড়গপুর ছাত্র খুনের অভিযোগে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিল সিট। রিপোর্টে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত বিস্ময় প্রকাশ করে বলেন, ‘খুব বিস্মিত হয়েছি রিপোর্ট দেখে, যেখানে ছাত্রদের বক্তব্যের সঙ্গে দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টের কোনও মিল নেই। তাঁরা যা বলেছেন, তার সঙ্গে মূল ঘটনার সরাসরি যোগও কিছু ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না।’ এদিন রাজ্যের তরফে আদালতে জানানো হয়, নিহত ছাত্র ফয়জল আহমেদের মোবাইল ফোনের বেশ কিছু মেসেজ পরীক্ষার জন্য সিএফএসএল চণ্ডীগঢ়ে পাঠানো হয়েছে। একইসঙ্গে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে কলকাতা সিএফএসএলে (CFSL)।
এদিন শুনানি চলাকালীন বিচারপতি বলেন, আইআইটির যাঁদের বক্তব্য রেকর্ড করা হয়েছে, সেখানে মূল ঘটনা নিয়ে তো কিছুই নেই। আদালতের নির্দেশ, সিএফএসএল চণ্ডীগঢ়কে দ্রুত মোবাইলের তথ্য পরীক্ষা করে রিপোর্ট দিতে হবে। একইসঙ্গে কলকাতা সিএফএসএল অধিকর্তাকে ডিএনএ পরীক্ষার রিপোর্ট দ্রুত দেওয়ার নির্দেশ। দু’টি রিপোর্ট এক মাসের মধ্যে দিতে হবে সিটকে।
৬ ফেব্রুয়ারি এই মামলার বিস্তারিত শুনানি করবে হাইকোর্ট। আগামী শুনানিতে সিটকে নতুন করে তদন্তের অগ্রগতির রিপোর্টও দিতে হবে। ২০২২ সালের ১৪ অক্টোবরে খড়গপুর আইআইটির লালা লাজপত রায় হল থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। হিজলি ফাঁড়ির পুলিশ দেহ উদ্ধার করে।