Calcutta High Court: ২ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপের সম্মতি দিচ্ছে না, কোর্টে ভর্ৎসনার মুখে রাজ্য়
Calcutta High Court: প্রসঙ্গত, ২০১২ সালে হুগলির চুঁচুড়ায় থানার লকআপের ভিতরে একটি উত্তেজনার ঘটনা ঘটেছিল। সেই দুই পুলিশ আধিকারিকের (বর্তমানে একজন মুর্শিদাবাদের ডোমকলে কর্মরত, অপরজন বর্ধমানে কর্মরত) বিরুদ্ধে অভিযুক্তকে মারধরের অভিযোগ ওঠে।
কলকাতা: কলকাতা হাইকোর্টের রোষের মুখে রাজ্য সরকার। একটি মামলার অবকাশকালীন বেঞ্চের শুনানির সময় কোর্টের সমালোচনার মুখে পড়তে হয় রাজ্য সরকারকে। দশ বছর আগের একটি মামলায় দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে আইনি পদক্ষেপের জন্য সম্মতি (কন্সেন্ট) না দেওয়ায় রাজ্যের তুমুল সমালোচনা করেন বিচারপতি রাই চট্টোপাধ্যায়।
প্রসঙ্গত, ২০১২ সালে হুগলির চুঁচুড়ায় থানার লকআপের ভিতরে একটি উত্তেজনার ঘটনা ঘটেছিল। সেই দুই পুলিশ আধিকারিকের (বর্তমানে একজন মুর্শিদাবাদের ডোমকলে কর্মরত, অপরজন বর্ধমানে কর্মরত) বিরুদ্ধে অভিযুক্তকে মারধরের অভিযোগ ওঠে। এরপর ওই দুই অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে।
মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি। সেই শুনানি চলাকালীন স্কুল নিয়োগ দুর্নীতি মামলারও প্রসঙ্গ টানেন বিচারপতি। নিয়োগ দুর্নীতি মামলায় সরকারি আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য সরকার সিবিআই এবং ইডিকে সম্মতি না দেওয়ার উল্লেখ করা হয়। এরপরই বিচারপতি রাই চট্টোপাধ্যায় আগামী তিনদিনের মধ্যে ওই আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপের সম্মতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।