লকআপে বন্দি নাবালকের সঙ্গে আচরণের প্রশিক্ষণ নিতে হবে পুলিশকে, নির্দেশ আদালতের

গত ২৯ অক্টোবর মল্লারপুরে পুলিশের (Police) লকআপে এক নাবালক অভিযুক্তের মৃত্যু হয়। যা বহু প্রশ্ন তুলে দেয় নাবালকের বিরুদ্ধে পুলিশি ব্যবহার নিয়ে। কীভাবে মৃত্যু হল, কী এমন ঘটেছিল, ইত্যাদি প্রশ্ন উঠতে শুরু করে।

লকআপে বন্দি নাবালকের সঙ্গে আচরণের প্রশিক্ষণ নিতে হবে পুলিশকে, নির্দেশ আদালতের
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Mar 09, 2021 | 5:08 PM

কলকাতা: লকআপে বন্দি নাবালকদের সঙ্গে কী ধরনের আচরণ করা উচিত, তার প্রশিক্ষণ এ বার হাতেকলমে নিতে হবে পুলিশকে (Police)। মল্লারপুরে পুলিশের লকআপে এক নাবালকের মৃত্যুর ঘটনার মামলায় শুনানি চলাকালীন মঙ্গলবার এই প্রশিক্ষণ নেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এক মাসের মধ্যে এই নির্দেশ কার্যকর করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

গত ২৯ অক্টোবর মল্লারপুরে পুলিশের লকআপে এক নাবালক অভিযুক্তের মৃত্যু হয়। যা বহু প্রশ্ন তুলে দেয় নাবালকের বিরুদ্ধে পুলিশি ব্যবহার নিয়ে। কীভাবে মৃত্যু হল, কী এমন ঘটেছিল, ইত্যাদি প্রশ্ন উঠতে শুরু করে। সেই প্রশ্নগুলি তুলে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে আদাতল। পরে গোটা ঘটনা নিয়ে জেলার পুলিশ সুপারের রিপোর্টও তলব করা হয় হাইকোর্টের পক্ষ থেকে।

প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণণের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি শুরু হলে মঙ্গলবার প্রধান বিচারপতি রাজ্যকে নির্দেশ দেন, এক মাসের মধ্যে পুলিশি পাঠক্রমে নাবালক অভিযুক্তদের সঙ্গে কীভাবে আচরণ করতে হবে তা যুক্ত করতে হবে। অর্থাৎ পুলিশ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে কীভাবে নাবালকদের সঙ্গে তাঁরা আচরণ করবেন।

আরও পড়ুন: শ্বশুরবাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রীর শারীরিক হেনস্থা হলে দায়ী স্বামী, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

একই সঙ্গে গোটা মামলায় বিচারপতির পর্যবেক্ষণ, পুলিশকে আরও মানবিক হতে হবে লকআপে বন্দি অভিযুক্ত নাবালকদের সঙ্গে। পাশাপাশি লকআপে মৃত্যুর জন্য মৃতের পরিবারকে রাজ্য সরকার কত টাকার ক্ষতিপূরণ দেবে তা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে আগামী ১৯ মার্চের মধ্যে।

আরও পড়ুন: ‘AMRI-র আগুনে সিপিএমকে দায়ী করেছিলেন, ধূলাগড়ের কেসে সোশ্যাল মিডিয়াকে, আর এ বার…!’ টুইটে বিদ্ধ মমতা