School Fees: করোনা-পর্বে ইতি! এবার ইচ্ছামতো টিউশন ফি নিতে পারবে স্কুলগুলি
Calcutta High Court: করোনা এবং লকডাউনের আবহে বেতনের ৮০ শতাংশ দেওয়ার যে কথা বলা হয়েছিল হাইকোর্টের তরফে, আগামী মাস থেকে সেই সুযোগ আর থাকছে না।
কলকাতা: করোনা আবহ কেটে গিয়েছে। তাই এবার স্কুলগুলির টিউশন ফি-র (Tuition Fees for Private School) উপর ছাড়ে ইতি। আগামী মাস থেকেই এই টিউশন ফি ছাড়ে ইতি পড়তে চলেছে। ১ মার্চ থেকে টিউশন ফি ঠিক করবে সংশ্লিষ্ট স্কুলই। অর্থাৎ, এ ক্ষেত্রে স্কুলগুলি আবার নিজেদের মতো করে বেতন চাইতে পারবে পড়ুয়াদের অভিভাবক-অভিভাবিকাদের থেকে। শুক্রবার এমনটাই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, এর আগে ২০২০ সালে করোনা কালে বেতনের ৮০ শতাংশ ফি নেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। এবার সেই নিয়ম বদলাতে চলেছে। ফলে, করোনা এবং লকডাউনের আবহে বেতনের ৮০ শতাংশ দেওয়ার যে কথা বলা হয়েছিল হাইকোর্টের তরফে, আগামী মাস থেকে সেই সুযোগ আর থাকছে না। এদিকে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ২৫ মার্চ।
উল্লেখ্য, এর আগে যখন ২০২০ সালে যখন গোটা দেশে করোনার বাড়বাড়ন্ত, লকডাউন, স্কুল বন্ধ। সেই সময় অভিভাবক অভিভাবিকাদের একটি অংশ স্কুলগুলির ফি নেওয়ার বিষয়টি নিয়ে বার বার প্রতিবাদ করেছিলেন। বিভিন্ন স্কুলের সামনে ফি কমানোর দাবিতে অভিভাবক – অভিভাবিকাদের প্রতিবাদে সামিল হতে দেখা গিয়েছিল। অভিযোগ ছিল, স্কুল বন্ধ। কিন্তু তারপরেও বিভিন্ন নন অ্যাকাডেমিক ক্ষেত্রের জন্য বেতন নিয়ে যাচ্ছে স্কুল কর্তৃপক্ষ। সেই সময়েই বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিভাবক অভিভাবিকারা। বিশেষ করে লকডাউন পরিস্থিতিতে, যখন অনেক মানুষ কাজ হারাচ্ছিলেন, বেতনে কাঁটছাট হচ্ছিল অনেক অভিভাবক অভিভাবিকাদের, সেই সময় স্কুলগুলির বিশাল অঙ্কের টাকা বেতন দেওয়া কার্যত দুষ্কর হয়ে উঠেছিল। সেই সময় ২০২০ সালের অক্টোবরে কলকাতা হাইকোর্ট নির্দেশ ছিল, বেসরকারি স্কুলগুলিতে টিউশন ফি ২০ শতাংশ কমিয়ে দিতে হবে। সেই সঙ্গে কোনও ধরনের নন অ্যাকাডেমিক ফিও নেওয়া যাবে না।
তবে এখন করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠতেই ফের বদল হচ্ছে সেই নিয়মে। আগামী মাসের শুরু থেকেই এই নির্দেশ কার্যকর হবে। হাইকোর্টের নতুন নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট স্কুলগুলিই নিজেদের মতো করে স্থির করতে পারবে টিউশন ফি। এ ক্ষেত্রে আদালত জানিয়েছে, করোনা পরিস্থিতি অতিক্রম করে এসে স্কুলগুলি খুলে গিয়েছে। সেই জন্য এবার থেকে আগের মতোই পুরো ফি স্কুলগুলিকে দিতে হবে।
আরও পড়ুন : RSS Sakha: হঠাৎ করে রাজ্যে বন্ধ আরএসএসের হাজারখানেক শাখা! নেপথ্যে কি বিজেপির কোন্দল?