IIT Kharagpur: IIT খড়্গপুরের ছাত্রমৃত্যুতে সিটের রিপোর্টে বিরক্ত হাইকোর্ট

IIT Kharagpur: আইআইটি খড়গপুর এই মামলার গ্রহণ যোগ্যতা নিয়ে বারংবার প্রশ্ন তুলেছে। এতেও বিরক্ত হয়েছে কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, এতদিন ধরে একটা খুনের তদন্তে অযথা সময় নষ্ট হচ্ছে। এর মধ্যে তথ্য প্রমাণ লোপাট হতে পারে।

IIT Kharagpur: IIT খড়্গপুরের ছাত্রমৃত্যুতে সিটের রিপোর্টে বিরক্ত হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 22, 2023 | 5:50 PM

কলকাতা: আইআইটি খড়্গপুরের ছাত্রমৃত্যুর ঘটনায় সিটের রিপোর্ট দেখে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। কে জয়রামনের নেতৃত্বে গঠিত সিটের রিপোর্ট দেখে কার্যত বিরক্ত বিচারপতি। আগামী ১৮ নভেম্বর পরবর্তী শুনানিতে সিটকে এই নিয়ে বিস্তারিত জানিয়ে রিপোর্ট দিতে হবে।

আদালত সূত্রে খবর, চলতি বছরের ১০ জুলাই থেকে ১৮ নভেম্বরের মধ্যে কী তদন্ত হয়েছে রিপোর্টে তার স্পষ্ট ব্যাখ্যা নেই বলে উল্লেখ করেছে হাইকোর্ট। সেই বিষয় জানাতে হবে আগামী দিনে। অভিযুক্ত হিসেবে এখনও কাউকে পুলিশ চিনতে পেরেছে কি না তাও জানাতে হবে পরবর্তী শুনানিতে। আইআইটি খড়্গপুর এই মামলার গ্রহণ যোগ্যতা নিয়ে বারংবার প্রশ্ন তুলেছে। এতেও বিরক্ত হয়েছে কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, এতদিন ধরে একটা খুনের তদন্তে অযথা সময় নষ্ট হচ্ছে। এর মধ্যে তথ্য প্রমাণ লোপাট হতে পারে। এর দায় নেবে কে? আইআইটি কেন আপত্তি করছে তাও অজানা।

উল্লেখ্য, গত বছরের ১৪ অক্টোবর আইআইটি খড়্গপুরের লালা লাজপত রায় হলের একটি ঘর থেকে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ছেলেকে খুন করা হয়েছে দাবি তুলে হাইকোর্টের দ্বারস্থ হন পড়ুয়ার বাবা-মা। ডিভিশন বেঞ্চের নির্দেশে আইপিএস অফিসার কে জয়রামনের নেতৃত্বে গঠন হয় সিট। এবার এই সিটের কাজেই কার্যত বিরক্ত হাইকোর্ট।