Medical College Kolkata: ডেঙ্গির বিপদ নিয়ে কলকাতা মেডিক্যালের গবেষণায় বড়সড় সাফল্য

Dengue: আইআইটি বম্বের সঙ্গে কলকাতা মেডিক্যালের যৌথ গবেষণা পেল এবার আন্তর্জাতিক স্বীকৃতি। বাংলার গবেষণায় ডেঙ্গি মৃত্যু রোধে নতুন অস্ত্র পেল বিশ্ব। বছর দশেক আগে আইআইটি বম্বের সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতা মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগ গবেষণা শুরু করে। সেই গবেষণার বিষয়বস্তু ছিল ডেঙ্গি আক্রান্ত হলে দেহের মধ্যে কোন কোন প্রোটিন বাড়ছে বা কমছে।

Medical College Kolkata: ডেঙ্গির বিপদ নিয়ে কলকাতা মেডিক্যালের গবেষণায় বড়সড় সাফল্য
কলকাতা মেডিক্যাল। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2023 | 11:21 PM

কলকাতা: ডেঙ্গি চিকিৎসায় বড় সাফল্য কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের। ডেঙ্গি রোগীর অসুস্থতা বিপদের দিকে এগোচ্ছে কি না তা বলে দেবে এক ধরনের রক্ত পরীক্ষা। আইআইটি বম্বের সঙ্গে কলকাতা মেডিক্যালের যৌথ গবেষণা পেল এবার আন্তর্জাতিক স্বীকৃতি। বাংলার গবেষণায় ডেঙ্গি মৃত্যু রোধে নতুন অস্ত্র পেল বিশ্ব।

বছর দশেক আগে আইআইটি বম্বের সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতা মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগ গবেষণা শুরু করে। সেই গবেষণার বিষয়বস্তু ছিল ডেঙ্গি আক্রান্ত হলে দেহের মধ্যে কোন কোন প্রোটিন বাড়ছে বা কমছে।

চিকিৎসক অরুণাংশু তালুকদার বলেন, “অনেকটা সেই ছাইয়ের গাদা থেকে সূচ খুঁজে বের করার মতো। সেইভাবে আমরা খুঁজে বের করেছি কয়েকটা প্রোটিন ডেঙ্গির বাড়াবাড়ির সঙ্গে বাড়তে থাকে। আবার কিছু প্রোটিন আছে যেগুলোকে আমরা ভাল প্রোটিন বলি, সেগুলি কমতে থাকে। সেটা পাওয়ার পর আমরা একটা পেপার বের করি। সেটা ভীষণভাবে প্রশংসা পায়। জনপ্রিয়তা পায়। এরপর বিভিন্ন জায়গা থেকে খোঁজখবরও নেওয়া হয়। তখন আমাদের মনে আসে একটা পেটেন্টের জন্য আবেদন করতে পারি।” সেই গবেষণাই এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেল। সেই গবেষণাকে ‘পেটেন্ট’ দিয়ে জানিয়ে দেওয়া হল বাংলার চিকিৎসা প্রতিষ্ঠান যা ভেবেছে, সারা বিশ্ব তাতে উপকৃত হবে। ডেঙ্গিমৃত্যু রোধ করাও সম্ভব হবে এই গবেষণার হাত ধরে।