Special Train: ক্রিসমাস ইভ-লক্ষ কণ্ঠে গীতাপাঠ-টেট, ‘মহা’ রবিবারে স্পেশাল লোকাল ট্রেন হাওড়া ডিভিশনে

Howrah: বড়দিনই নয়, ক্রিসমাস ইভ থেকে শুরু হয় সেলিব্রেশন। আর সেইসব উৎসবপ্রিয় মানুষের কথা মাথায় রেখেই আগামী ২৪ ডিসেম্বর হাওড়া ডিভিশন থেকে স্পেশাল ইএমইউ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। প্রসঙ্গত, এদিন আবার প্রাথমিকের টেট পরীক্ষাও। অন্যদিকে লক্ষকণ্ঠে গীতাপাঠও হবে এদিনই।

Special Train: ক্রিসমাস ইভ-লক্ষ কণ্ঠে গীতাপাঠ-টেট, 'মহা' রবিবারে  স্পেশাল লোকাল ট্রেন হাওড়া ডিভিশনে
ভারতীয় রেল (ফাইল ছবি)Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Dec 23, 2023 | 6:45 AM

কলকাতা: বড়দিন মানেই উৎসবমুখর কলকাতা। পার্ক স্ট্রিট থেকে শুরু করে ময়দান এলাকার বিভিন্ন জায়গায় উপচে পড়া মানুষের ভিড়। ক্রিসমাস বা বড়দিন উপলক্ষে বহু মানুষ কলকাতার বাইরে থেকে এখানে আসেন। বর্ধমান, আরামবাগ, তারকেশ্বর থেকে ঘুরতে আসেন বহু মানুষ। বড়দিনই নয়, ক্রিসমাস ইভ থেকে শুরু হয় সেলিব্রেশন। আর সেইসব উৎসবপ্রিয় মানুষের কথা মাথায় রেখেই আগামী ২৪ ডিসেম্বর হাওড়া ডিভিশন থেকে স্পেশাল ইএমইউ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। প্রসঙ্গত, এদিন আবার প্রাথমিকের টেট পরীক্ষাও। অন্যদিকে লক্ষকণ্ঠে গীতাপাঠও হবে এদিনই।

গোঘাট-হাওড়া ইএমইউ স্পেশাল ট্রেনটি সকাল ৫টা ১০ মিনিটে গোঘাট স্টেশন থেকে ছেড়ে সকাল ৭ টা ৪০ মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছবে। পুনরায় ট্রেনটি বিকেল ৫টা ৩৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছেড়ে গোঘাট স্টেশনে পৌঁছবে রাত ৮টা ৫ মিনিটে। অন্যদিকে একটি ইএমইউ স্পেশাল ট্রেন সকাল ৫টা ২০ মিনিটে বর্ধমান স্টেশন থেকে ছেড়ে হাওড়া পৌঁছবে সকাল ৭ টা ৪০ মিনিটে। স্পেশাল ট্রেনটি হাওড়া স্টেশন থেকে আবার বিকাল ৫টা ১৫ মিনিটে হাওড়া থেকে ছেড়ে বর্ধমান স্টেশনে পৌঁছবে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে।

অন্যদিকে কাটোয়া-হাওড়া-কাটোয়া ইএমইউ স্পেশাল ট্রেন কাটোয়া থেকে সকাল ৫টা ২০ মিনিটে ছেড়ে হাওড়া পৌঁছবে সকাল ৮টা ৩০ মিনিটে। পুনরায় স্পেশাল ট্রেনটি হাওড়া থেকে বিকেল ৫টা ২০ মিনিটে ছেড়ে কাটোয়া পৌঁছবে রাত ৮টা ৩০ মিনিটে। এছাড়াও, টেট পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে পূর্ব রেলের হাওড়া ডিভিশনে আগামী ২৪ ডিসেম্বর রবিবার সকাল ১০টা পর্যন্ত সপ্তাহের অন্যান্য দিনের মতোই ইএমইউ ট্রেন চালানো হবে।