Call Centre: ‘Amazon বা Nykaa থেকে গিফট ভাউচার পাবেন’, এই বলেই ফোন করা হত, কী চলছিল নেতাজি নগরে

Call Centre Fraud: অ্যামাজন বা নায়কার মতো অনলাইন সংস্থার নাম করে ফোন করা হত। ৬ মহিলা ছিলেন কর্মীদের মধ্যে। তাঁরাই ফোন করতেন বলে অভিযোগ। এভাবেই পাতা হয়েছিল প্রতারণার ফাঁদ।

Call Centre: 'Amazon বা Nykaa থেকে গিফট ভাউচার পাবেন', এই বলেই ফোন করা হত, কী চলছিল নেতাজি নগরে
উদ্ধার হয়েছে ফোনImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 18, 2024 | 8:23 AM

কলকাতা: বিভিন্ন সংস্থার নামে লোভনীয় অফারের কথা বলে ফোন আসা কোনও নতুন ঘটনা নয়। কলকাতা বা আশপাশের শহরে অনেকেরই এমন অভিজ্ঞতা রয়েছে। তবে কোনটা আসল আর কোনটা নকল, সেটা বেছে নেওয়া অনেক সময় কঠিন হয়। পাতা ফাঁদে পা দিলেও বিপদের সম্ভাবনা তৈরি হয়। তেমনই একটি চক্র কলকাতা শহরে চলছিল বলে পুলিশ সূত্রে খবর। তল্লাশি চালিয়ে হাতেনাতে পুরো চক্র ধরল কলকাতা পুলিশের সাইবার শাখা।

পরপর দুটি জায়গায় তল্লাশি চালানো হয়েছিল। প্রথমটি ছিল নেতাজি নগরের লক্ষ্মীনারায়ণ কলোনির বৈষ্ণবঘাটা। ওই এলাকায় তল্লাশি চালাতে গিয়ে প্রথমে ৮ জন কর্মীকে খুঁজে পাওয়া যায় একটি কল সেন্টারে। সাইবার শাখার তদন্তকারীরা জানতে পেরেছেন গিফট ভাউচার দেওয়ার কথা বলা হত ওই কল সেন্টার থেকে।

খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে সেন্ট্রাল অ্যাভিনিউতে আরও একটি কল সেন্টার চলে। সেখানে দ্বিতীয় টিম গেলে ৩০ জন কর্মীর খোঁজ পায়। ওই কল সেন্টার থেকে টেলিকম টাওয়ার বসানোর নাম করে ফোন করা হত বলে অভিযোগ। দেশের বিভিন্ন প্রান্তে ফোন করে কথা বলা হত। খোঁজ পেয়েই সবাইকে আটক করেছে পুলিশ। তদন্ত এগোচ্ছে বলে জানিয়েছে পুলিশ। শহরে অবশ্য এই ধরনের কল সেন্টারের হদিশ কোনও নতুন ঘটনা নয়।