Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Recruitment Scam: ‘পনিরটাই নেই’, বাটার মশালার উদাহরণ টেনে CBI কে ‘ভুল’ ধরিয়ে দিলেন বিচারক

Recruitment Scam: গত শুক্রবার নিয়োগ দুর্নীতির এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে খালেক সহ ৬ জনকে গ্রেফতার করা হয়।

Recruitment Scam: 'পনিরটাই নেই', বাটার মশালার উদাহরণ টেনে CBI কে 'ভুল' ধরিয়ে দিলেন বিচারক
সম্প্রতি বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে সিবিআই
Follow Us:
| Edited By: | Updated on: Feb 20, 2023 | 10:48 PM

কলকাতা: মোবাইল ছাড়া কিছুই উদ্ধার হয়নি। যে কোনও শর্তে জামিন দিন। সোমবার আদালতে এমনটাই আর্জি জানিয়েছেন আব্দুল খালেকের আইনজীবী। সেই সওয়াল জবাব চলাকালীন পনির বাটার মশালার উদাহরণ দিলেন বিচারক। সোমবার নিয়োগ দুর্নীতি মামলার একাধিক অভিযুক্তকে আদালতে তোলা হয়েছিল। খালেক ছাড়াও হাজির ছিলেন তাপস মণ্ডল, কুন্তল ঘোষ সহ বেশ কয়েকজন।

‘পনির বাটার মশলা বানাতে হলে পনির তো লাগবে’

এদিন আব্দুল খালেকের আইনজীবী আদালতে বলেন, ‘আমার মক্কেলের কাছ থেকে মোবাইল ছাড়া কিছুই মেলেনি। তদন্তে কোনও অগ্রগতি নেই গত তিন দিনে। কোনও প্রশ্ন করা হয়নি। আমার মক্কেল তদন্তে সহযোগিতা করেছে। যতবার ডেকেছে গিয়েছে। মক্কেলের হার্ট ও কিডনির সমস্যা আছে। যে কোনও শর্তে জামিন দেওয়া হোক।’

সিবিআই-এর আবেদনে বিচারক প্রশ্ন করেন, ‘বলা হচ্ছে, এই অভিযুক্ত অন্য একজনকে টাকা পাঠাতেন। তাঁকে এই মামলায় নেওয়া হয়নি কেন?’ সিবিআই-এর বক্তব্য শোনার পর বিচারক বলেন, ‘তার মানে উনি টাকা তুলেছিলেন। এসপি সিনহাকে টাকা দিয়েছিলেন। তাহলে এই মামলায় কেন ওঁকে হেফাজতে নেওয়া হল না? আপনাদের অনেক ভুল আছে। এটাকে শুধরে নিন। পনির বাটার মশালা বানাতে চাইছেন, এদিকে পনিরটাই নেই।’

সিবিআই অবশ্য জামিনের বিরোধিতা করে। সিবিআই-এর দাবি, খালেক বিভিন্ন পদে চাকরির ব্যবস্থা করেছে। টাকার বিনিময়ে চাকরি দিয়েছে। গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই মুহূর্তে জামিন পেলে তদন্ত ব্যহত হবে।

উল্লেখ্য, গত শুক্রবার নিয়োগ দুর্নীতির এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে খালেক সহ ৬ জনকে গ্রেফতার করা হয়। চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে তাঁরা অন্য কাউকে দিতেন ও চাকরির ব্যবস্থা করতেন, এমনটাই অভিযোগ।