AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC Recruitment Case: SSC নিয়োগে কোথায় গলদ? শান্তিপ্রসাদের উত্তর শুনে তাজ্জব সিবিআই

CBI : সিবিআই সূত্রে জানা গিয়েছে, ওই প্রাক্তন কর্তা নিজেকে নির্দোষ প্রমাণের জন্য নানারকম উত্তর দিতে থাকেন সিবিআইয়ের গোয়েন্দাদের। তিনি দাবি করেন, কম্পিউটারে ত্রুটির জন্য বিতর্কিত প্যানেলে থাকা নামগুলি অন্তর্ভুক্ত হয়েছিল। এমনকী তিনি এও দাবি করেন যে প্যানেল অন্তর্ভুক্তির ব্যাপারে তিনি কিছুই জানতেন না।

SSC Recruitment Case: SSC নিয়োগে কোথায় গলদ? শান্তিপ্রসাদের উত্তর শুনে তাজ্জব সিবিআই
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ এস পি সিনহাকে
| Edited By: | Updated on: Apr 05, 2022 | 11:05 PM
Share

কলকাতা : সিবিআইয়ের (SSC) জিজ্ঞাসাবাদের মুখে পড়ে একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন এসএসসি দুর্নীতি কাণ্ডে হাজিরা দেওয়া এস পি সিনহা। মঙ্গলবার নিজাম প্যালেসে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখে পড়েন এসএসসির প্রাক্তন উপদেষ্টা। একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ওই প্রাক্তন কর্তা নিজেকে নির্দোষ প্রমাণের জন্য নানারকম উত্তর দিতে থাকেন সিবিআইয়ের গোয়েন্দাদের। তিনি দাবি করেন, কম্পিউটারে ত্রুটির জন্য বিতর্কিত প্যানেলে থাকা নামগুলি অন্তর্ভুক্ত হয়েছিল। এমনকী তিনি এও দাবি করেন যে প্যানেল অন্তর্ভুক্তির ব্যাপারে তিনি কিছুই জানতেন না। স্বাভাবিকভাবেই গোয়েন্দাদের এই উত্তর কোনওভাবেই বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি বলেই সূত্র মারফত জানা গিয়েছে।

গোয়েন্দারা তাকে প্রশ্ন করেন কোনও রাজনৈতিক প্রভাব ছিল কি না এই বিতর্কিত প্যানেল অন্তর্ভুক্তির জন্য। তিনি এই প্রশ্নের উত্তর সরাসরি না বললেও, ঘুরিয়ে বলেছেন, “আমাকে যেভাবে ওই প্যানেল দেওয়া হয়েছিল, আমি সরাসরি তা কম্পিউটারে তুলতে বলি। তাতে কী নাম ছিল, কতজন পাস করেছিল, তা আমি দেখিনি।” এরপর গোয়েন্দারা তাঁকে আরও স্পষ্ট ভাষায় প্রশ্ন করেন, রাজনৈতিক প্রভাব ছিল কি না। সেই উত্তর তিনি নানা অছিলায় এড়িয়ে যান বলে সূত্রের খবর। সিবিআইয়ের দুঁদে গোয়েন্দারা প্রায় তিন ঘণ্টা ধরে তাকে বিভিন্ন প্রশ্ন করেন। এই বিতর্কিত প্যানেল অন্তর্ভুক্তির জন্য কোন পর্যায় থেকে তাঁর ওপর চাপ এসেছিল? তিনি উপদেষ্টা পদে ছিলেন অথচ কিছু জানতে পারলেন না, এটা কীভাবে হয়?

এর পাশাপাশি যে নিয়োগকারী প্যানেল এই বিতর্কিত তালিকাকে অনুমোদিত করেছিল, তাতে সরকারি নথিতে থাকা কর্তা বা আধিকারিকরা ছাড়াও আর কে কে ছিলেন? কম্পিউটারে যে ত্রুটির কথা ওই কর্তা দাবি করলেন, তা তিনি আগে কাকে কাকে জানিয়েছিলেন? এত বড় ভুল ত্রুটি হয়ে গেল, তার পরেও কেন সেই বিতর্কিত প্যানেলকে অনুমোদন দেওয়া হয়েছিল? যারা পাশ করেছিল তাদেরকে বাইপাস করে যারা পাশ করেনি তাদের কেন স্কুল সার্ভিস কমিশনে চাকরি দেওয়া হল? এই বিষয়ে সরকারি কোনও স্তরে বৈঠক হয়েছিল কি? সেই সব বিস্তারিত জানতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা। কিন্তু সিবিআই সূত্রে খবর, এসএসসির ওই প্রাক্তন উপদেষ্টা বিভিন্ন ভাবে যাবতীয় প্রশ্ন উত্তর এড়িয়ে যান অথবা কিছুই জানেন না বলে দাবি করতে থাকেন। এমনকী সেই নিয়োগের যাবতীয় ফাইলপত্র বা কাগজ তার কাছে কিছুই নেই বলে তিনি গোয়েন্দাদের জানান বলে সূত্রের খবর।

আরও পড়ুন : Aliah University : প্রথম দুই বছর কোনও রাজনৈতিক চাপ ছিল না, তারপর… কীসের ইঙ্গিত দিলেন আলিয়ার উপাচার্য?