দাঁতে কাটছেন না দানা-পানিও! সিবিআই হেফাজতে লিভারের জটিল রোগে আক্রান্ত কয়লা কাণ্ডের এক কিংপিন
কয়লা পাচার কাণ্ডে লিঙ্কম্যান (CBI On Coal Smuggling Case) হিসাবে উঠে আসে যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র (Bikash Mishra) গুরুতর অসুস্থ।
কলকাতা: যবে থেকে তাঁকে হেফাজতে নিয়েছে সিবিআই, মুখে দানা-পানি কাটা বন্ধ করে দিয়েছেন তিনি। মুখ খুলছেন না কোনওভাবেই। তদন্তকারীদের প্রশ্নের উত্তর দেওয়া তো দূর অস্থ, খাওয়ার জন্য মুখ খুলছেন না তিনি। অতঃপর দেখা দিল লিভারের সমস্যা। কয়লা পাচার কাণ্ডে লিঙ্কম্যান (CBI On Coal Smuggling Case) হিসাবে উঠে আসে যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র (Bikash Mishra) গুরুতর অসুস্থ। সূত্রের খবর, লিভারের সমস্যা নিয়ে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
রবিবারই রুটিন চেকআপ করতে নিয়ে যাওয়া হয় বিকাশ মিশ্রকে। তিনি অসুস্থ বোধ করেন। চিকিৎসকরা বিভিন্ন টেস্ট দেন। দেখা যায়, লিভারের সমস্যায় ভুগছেন বিকাশ। তারপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে।
সিবিআই সূত্রে খবর, হেফাজতে নেওয়ার পর থেকে খাওয়া বন্ধ করে দিয়েছেন বিকাশ। মুখ খুলছেন না জেরাতেও। গত শনিবারও কয়লা কাণ্ডের কিংপিন লালার মুখোমুখি বসিয়ে জেরা করা হয় তাঁকে। কিন্তু বিকাশের মুখ দিয়ে একটিও শব্দ বার করতে পারেননি তদন্তকারীরা। জানা গিয়েছে, হাসপাতালের মেডিক্যাল রিপোর্ট মনিটর করবে সিবিআই।
উল্লেখ্য, তদন্তের স্বার্থে বিকাশ মিশ্রকে সাত দিনের হেফাজতে নিয়েছে সিবিআই। গত শুক্রবার আসানসোলের সিবিআই আদালত এই রায় দেয়। বিহারের তিহার জেল থেকে ট্রানজিট রিমান্ডে তাঁকে আনা হয়। তিহার থেকে ধানবাদ পর্যন্ত বিকাশকে আনা হয় ট্রেনে। সেখান থেকে সড়ক পথে বিকাশকে আনা হয় আদালতে।
সিবিআই সূত্রে খবর, বিনয়ের হয়ে যাবতীয় ব্যবসা সামলাতেন এই বিকাশ মিশ্র। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই কোথায় কোথায় টাকা যেত, আর কারা এর সঙ্গে যুক্ত তা জানতে চান তদন্তকারীরা। জানা গিয়েছে, গ্রেফতারির একমাস আগেই দিল্লিতেই গা ঢাকা দিয়েছিলেন বিকাশ। সিবিআই ও ইডির বারংবার তলব সত্ত্বেও গরহাজির ছিলেন তিনি। যদিও এখনও পর্যন্ত দেশের বাইরেই বেপাত্তা রয়েছেন বিনয়। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই রেড কর্ণার নোটিস জারি করেছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: ‘দুষ্কৃতীদের সমর্থন করছেন মমতা’, শীতলকুচি নিয়ে পাল্টা জবাব দিলীপের
সিবিআই সূত্রে দাবি, আর্থিক লেনদেনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যুব তৃণমূল নেতার ভাইয়ের। দাদার ব্যবসার যাবতীয় হিসেব রাখতেন বিকাশ। তদন্তকারীদের অনুমান, বিনয় মিশ্র ভিন্ রাজ্যে গা ঢাকা দিয়েছেন। দাদার মতো বিকাশও বিদেশে পালাতে পারেন, এই আশঙ্কায় বিকাশ মিশ্রর নামে লুক আউট নোটিসও জারি করে সিবিআই। অবশেষে দিল্লি থেকে গ্রেফতার হয়েছিলেন বিকাশ মিশ্রকে।