Recruitment Scam: চার শিক্ষক জেলে যাওয়ার পর আরও ৭-কে ডেকে পাঠাল CBI

Recruitment Scam: সিবিআই সূত্রে খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছেও ওই সাত শিক্ষকের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। সব নথি মিলিয়ে দেখতে পারেন গোয়েন্দারা।

Recruitment Scam: চার শিক্ষক জেলে যাওয়ার পর আরও ৭-কে ডেকে পাঠাল CBI
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 08, 2023 | 8:37 PM

কলকাতা: আদালতের নির্দেশে শ্রীঘরে গিয়েছেন চার শিক্ষক। ঘুষ নেওয়াই শুধু নয়, ঘুষ দেওয়াটাও যে সমান অপরাধ, সেটাই কার্যত বুঝিয়ে দিয়েছে আদালত। এবার আরও সাত শিক্ষককে তলব করল সিবিআই। আগামিকাল, বুধবার বাঁকুড়ার সাত শিক্ষককে নিজাম প্যালেসে তলব করা হয়েছে। সঙ্গে কিছু নথি নিয়ে আসতেও বলা হয়েছে। ওই সাত শিক্ষক ২০১৪ সালে প্রাথমিক টেট পাশ করে চাকরি পেয়েছিলেন। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাতেই তাঁদের তলব করা হয়েছে।

২০১৪-র টেট নিয়েই মূলত দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই মামলাতেই সোমবার চার শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। মুর্শিদাবাদের ওই চার শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা মোটা টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন। সিবিআই তাঁদের সাক্ষী হিসেবে উল্লেখ করেছিল চার্জশিটে। এবার ফের সাক্ষী হিসেবে আরও সাতজনকে তলব করা হল। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, মার্কশিট, কাস্ট সার্টিফিকেটের মতো কিছু নথি নিয়ে যেতে বলা হয়েছে। সিবিআই সূত্রে খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছেও ওই সাত শিক্ষকের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। সব নথি মিলিয়ে দেখতে পারেন গোয়েন্দারা।

উল্লেখ্য, যাঁরা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তাঁদের সাক্ষী নয়, অভিযুক্ত হিসেবে উল্লেখ করে বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। বিচারকের বক্তব্য ছিল, ওই শিক্ষকেরা তো নিজেরাই গিয়ে টাকা দিয়েছেন, কেউ তো টাকা বাড়িতে এসে নিয়ে যায়নি। তাঁদের গ্রেফতার করে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। মুর্শিদাবাদের সেই চার শিক্ষকের নাম জাহিরউদ্দিন শেখ, সৌগত মণ্ডল, সাইগার হোসেন ও সীমার হোসেন। ৫-৬ লক্ষ টাকা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।