Finance Ministry: রাজ্য সরকারকে প্রায় ৯০০০ কোটি টাকা দিল কেন্দ্র

Finance Ministry: একাধিক রাজ্যকে ট্যাক্স বাবদ টাকা দেওয়া হয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম।

Finance Ministry: রাজ্য সরকারকে প্রায় ৯০০০ কোটি টাকা দিল কেন্দ্র
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jun 12, 2023 | 8:20 PM

কলকাতা : কেন্দ্র আর্থিকভাবে বঞ্চিত করছে বলে বারবার সরব হয়েছে এ রাজ্যের সরকার। এই অভিযোগ তুলে ধরনাতেও বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যকে প্রায় ৯ হাজার কোটি টাকা দিল কেন্দ্র। অর্থ মন্ত্রকের তরফে সোমবার একটি টুইট করে টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। ট্যাক্স বাবদ একাধিক রাজ্যকে এই টাকা দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, ট্যাক্স বাবদ টাকার তৃতীয় কিস্তি দেওয়া হচ্ছে রাজ্যগুলিকে। এই খাতে কেন্দ্র প্রায় ১ লক্ষ ১৮ হাজার ২৮০ কোটি টাকা দিয়েছে। একটি কিস্তির টাকা অগ্রিম দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেছে কেন্দ্র। যে টাকা রাজ্য সরকার উন্নয়নের খাতে খরচ করতে পারবে।

এই খাতে পশ্চিমবঙ্গ পেয়েছে ৮ হাজার ৮৯৮ কোটি টাকা। তালিকায় সবথেকে বেশি প্রাপ্তি হয়েছে উত্তর প্রদেশের- ২১ হাজার ২১৮ কোটি টাকা। আর সবথেকে কম টাকা পেয়েছে গোয়া- ৪৫৭ কোটি টাকা।

এর আগে গত এপ্রিল মাসে কেন্দ্রের তরফে রাজ্যকে ৯৭৯ কোটি টাকা দেওয়া হয়েছিল। পঞ্চদশ অর্থ কমিশনের ৯৭৯ কোটি টাকা পেয়েছে রাজ্য। পঞ্চায়েত সমিতি , গ্রাম পঞ্চায়েতের মতো স্থানীয় প্রশাসনের ক্ষেত্রে এই টাকা বরাদ্দ করে থাকে কেন্দ্রীয় সরকার। চলতি বছরের ২৯ ও ৩০ মার্চ ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছিলেন, বিভিন্ন খাতের টাকা আটকে রেখেছে কেন্দ্র, বঞ্চনা করা হচ্ছে রাজ্যকে।