CU: ল’ কলেজের হস্টেলে বহিরাগত তাণ্ডব, পাশের ছাদ থেকে উড়ে এলো বোতল

CU: পাশেই বিদ্যাসাগর কলেজ। সেখানকার ছাদ থেকেও বোতল আইন কলেজের দিকে ধেয়ে আসে বলে অভিযোগ। বাইরের ছেলেরা কীভাবে কলেজের ভিতর ঢুকলেন তা নিয়েও উঠছে প্রশ্ন।

CU: ল' কলেজের হস্টেলে বহিরাগত তাণ্ডব, পাশের ছাদ থেকে উড়ে এলো বোতল
বোতল ছোড়ার অভিযোগ।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 12, 2023 | 8:47 PM

কলকাতা: দু’ দল ছাত্রের মধ্যে গোলমালের জেরে সোমবার বিকালে উত্তেজনা ছড়াল আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায়। এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিউ ল’ কলেজের হস্টেলে একদল বহিরাগত হামলা চালায় বলে অভিযোগ। হস্টেল সূত্রের খবর, ৩টে নাগাদ সাত-আটজন বহিরাগত বাঁশ, মদের বোতল হাতে হস্টেলের ভিতরে চড়াও হয়। প্রথমে হস্টেলের মূল গেট দিয়েই প্রবেশ করে তারা। তিনতলা এই হস্টেলের বিভিন্ন তলায় চড়াও হয় তারা। ছাত্রদের ঘরের ভিতর ঢুকে তাঁদের মারধর করা হয় বলেও অভিযোগ। এদিকে এরপরই ছাত্ররা প্রতিরোধ গড়লে বহিরাগতরা হস্টেল থেকে চলে যায়। তবে এরপর ফের হামলার অভিযোগ ওঠে।

আকস্মিকতা কাটিয়ে ছাত্রেরা প্রতিরোধ গড়লে বহিরাগতরা হস্টেল থেকে চলে যায়। কিছুক্ষণ পর বিদ্যাসাগর কলেজের ছাদ থেকে বোতল হস্টেলের দিকে ধেয়ে আসে বলে অভিযোগ। এমনকী বিধান সরণির উপরেও ভাঙা কাচের বোতল পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

বিদ্যাসাগর কলেজের ছাদের উপরে বহিরাগতেরা কী ভাবে উঠলেন? বহিরাগতদের আচমকা আইনের ছাত্রদের হস্টেলে চড়াও হ‌ওয়ার কার‌ণ‌ই বা কী? প্রাথমিক তদন্তের পর পুলিশের বক্তব্য, ঠিক কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।