ভিডিয়ো: প্রচণ্ড গরমের মধ্যে স্বস্তি, ঝোড়ো হাওয়া-সহ কালবৈশাখী কলকাতায়
সন্ধ্যা ৭ টার পর কলকাতা এবং এর সংলগ্ন এলাকাজুড়ে ঘণ্টার ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টি ও কালবৈশাখী হতে পারে।
কলকাতা: চাঁদিফাটা গরমে অবশেষে স্বস্তি। বাইপাসের রাস্তা ভিজল কালবৈশাখীর বৃষ্টিকণায়। সন্ধ্যায় কলকাতা ও শহরতলি সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হয়। তবে তার আগে ঝোড়ো হাওয়া বয়ে যায় কলকাতার বুক জুড়ে। আগেই পূর্বাভাস ছিল, এলাকাজুড়ে ঘণ্টার ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টি ও কালবৈশাখী হতে পারে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে খবর ছিল। ২-৩ ঘণ্টা জুড়ে এই শীতল আবহাওয়া জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
ইতিমধ্যেই বাঁকুড়া থেকে বীরভূম, পূর্ব বর্ধমান এবং হুগলির মতো জেলাগুলিতে ঝড়-বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সেই বজ্রগর্ভ মেঘ এখন ক্রমশ কলকাতার দিকে এগোচ্ছে বলে খবর। মনে করা হচ্ছে, আধঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে কলকাতাতেও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। হাওড়া, বারাসতের মতো এলাকাগুলিতেও বৃষ্টিপাত চলছে।
আরও পড়ুন: ৯০০ কোটির স্ক্যাম! অভিষেকের বাড়িতে মাসে ৩৫-৪০ কোটি টাকা পাঠাত লালা, বিস্ফোরক দাবি বিজেপির
বিগত কয়েক দিন ধরেই কলাকাতার তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রিতে ঠেকেছে। আদ্রতাও ছিল স্বাভাবিকের থেকে বেশি। যার গলদঘর্ম দশা হয়েছিল অফিসযাত্রীদের। কিন্তু, এখনও পর্যন্ত এই মরসুমে কোনও কালবৈশাখী দেখেনি কলকাতা। রবিবাসরীয় বিকেলেই প্রথম কালবৈশাখী উপভোগ করবে শহরবাসী। ইতিমধ্যেই পথচলতি মানুষদের সুরক্ষিত আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রপাত এড়াতে খোলা জায়গায় না থাকার আবেদন জানানো হয়েছে।
প্রচণ্ড ঝোড়ো হাওয়া-সহ কালবৈশাখী কলকাতায়
বিস্তারিত ভাবে জানতে ক্লিক ক্রুন : https://t.co/qlLoSyDMN9#weather | #kolkata | #tv9bangla pic.twitter.com/lJdf8awhGE
— TV9 Bangla (@Tv9_Bangla) April 4, 2021
আরও পড়ুন: ‘তথ্যগত ভুল’, বয়াল নিয়ে মমতার সব অভিযোগ নস্যাৎ করল কমিশন