Convoy Controversy: ‘অভিযোগেই রয়েছে রাজনীতি’, আদালতে বললেন শুভেন্দু, CBI তদন্তের বিরোধিতা মৃতের পরিবারের

Chandipur Suvendu Adhikari: কনভয়ের সাত নম্বর গাড়ি ছিল বুলেটপ্রুফ। সেই গাড়িতে ধাক্কা লাগে। রাস্তার ধার দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। সেই সময় দুর্ঘটনা ঘটে। আদালতে জানান শুভেন্দুর আইনজীবী।  তাঁর বক্তব্য, একের পর এক ধারা দেওয়ার আবেদনে প্রতিহিংসা দেখা যাচ্ছে। তাই তদন্ত সিবিআই-কে হস্তান্তরের আবেদন করা হচ্ছে।

Convoy Controversy: ‘অভিযোগেই রয়েছে রাজনীতি’, আদালতে বললেন শুভেন্দু, CBI তদন্তের বিরোধিতা মৃতের পরিবারের
কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারীর মামলা
Follow Us:
| Edited By: | Updated on: May 10, 2023 | 4:22 PM

কলকাতা: ‘অভিযোগের মধ্যেই রাজনীতি রয়েছে।’ কনভয়-বিতর্কে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী। চণ্ডীপুর কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই মামলার শুনানি ছিল বুধবার। আলাদা আলাদা আইনজীবী নিয়ে এদিনের শুনানিতে হাজির ছিলেন মৃতের বাবা এবং অনন্যা আত্মীয়রা। শুভেন্দুর আইনজীবী রাজদীপ মজুমদার সওয়াল করেন, রাজ্য কথা দেওয়ার পরেও কনভয়ে সঠিক নিরাপত্তা দেওয়া হয়নি। তিনি বলেন, “অভিযোগের মধ্যেই রাজনীতি রয়েছে। প্রথম গাড়িতে ছিলেন বিরোধী দলনেতা। দুর্ঘটনা ঘটে সাত নম্বর গাড়িতে।” উল্লেখ্য এ দিন সিবিআইয়ের বদলে CID তদন্তের পক্ষেই সওয়াল করে মৃতের পরিবার।

এফআইআর-এর ওপর স্থগিতাদেশ চেয়ে আর্জি জানান শুভেন্দুর আইনজীবী। তবে নিহত যুবকের পরিবারের আইনজীবীর তরফে সিবিআই তদন্তের বিরোধিতা করা হয়। বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি।

উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর জেড ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া নিয়ে বিচারপতি শিবকান্ত প্রসাদ নির্দেশ দিয়েছিলেন, ‘ম্যানুয়াল’ মেনে যাবতীয় নিরাপত্তা দিতে হবে। সেখানে কী কী ব্যবস্থা থাকবে তার বিস্তারিত বলা আছে। রুট লাইনিং, পাইলট কার, সিকিউরিটি ট্রেন্ড ড্রাইভার, অ্যান্টি সভোটেজ কার দেবে রাজ্য, সভার জায়গায় নিরাপত্তা দেখার মতো নজরদারির ব্যবস্থা রাজ্য করবে। পাহারা দেবে কেন্দ্রীয় বাহিনী।

চণ্ডীপুরে কনভয়ের ধাক্কায় যুবকের মৃত্যু ঘিরে তুমুল বিতর্ক বাধে। অভিযোগ ছিল, শুভেন্দু অধিকারীর কনভয় যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় চণ্ডীপুরের শেখ ইসরাফিল নামে এক যুবকের। বিষয়টি নিয়ে উত্তাল হয় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই ওই কনভয়ের চালক আনন্দকুমার পাণ্ডে চণ্ডীপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। গাড়িটিকেও বাজেয়াপ্ত করে পুলিশ।