Bidhannagar Chaos: এক প্লাটফর্মে ঘোষণা, অন্য প্লাটফর্মে ট্রেন! বিধাননগর স্টেশনে যাচ্ছেতাই কাণ্ড…
Bidhannagar Station: যাত্রীদের বক্তব্য, যে প্লাটফর্মে যে ট্রেন ঘোষণা করা হচ্ছে, সেই প্ল্যাটফর্মে ওই ট্রেন না এসে অন্য প্ল্যাটফর্মে ঢুকে পড়ছে। আর সেই কারণে শেষ মুহূর্তে প্ল্যাটফর্ম বদল করতে গিয়ে হুড়োহুড়ি পড়ে যাচ্ছে যাত্রীদের মধ্যে। যাত্রীদের অভিযোগ, এদিন বিধাননগর স্টেশনে এই ঘোষণা বিভ্রান্তির জেরে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যেতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী পড়েও গিয়েছেন। আর এই নিয়েই চরমে উঠেছে নিত্যযাত্রীদের ক্ষোভ, অসন্তোষ।
কলকাতা: বিধাননগর রেল স্টেশনে আবারও চূড়ান্ত হয়রানির শিকার যাত্রীরা। বৃহস্পতিবার সন্ধেবেলার ঘটনা। প্রচুর অফিস ফেরত যাত্রীরা বিধাননগর স্টেশন হয়ে বাড়ি যাওয়ার ট্রেন ধরেন। স্টেশনে ভিড়ও হয় প্রচুর। এসবের মধ্যেই কোন স্টেশনে ট্রেন ঢুকবে, তা নিয়ে চূড়ান্ত বিভ্রান্তির অভিযোগ যাত্রীদের। যাত্রীদের বক্তব্য, যে প্লাটফর্মে যে ট্রেন ঘোষণা করা হচ্ছে, সেই প্ল্যাটফর্মে ওই ট্রেন না এসে অন্য প্ল্যাটফর্মে ঢুকে পড়ছে। আর সেই কারণে শেষ মুহূর্তে প্ল্যাটফর্ম বদল করতে গিয়ে হুড়োহুড়ি পড়ে যাচ্ছে যাত্রীদের মধ্যে। যাত্রীদের অভিযোগ, এদিন বিধাননগর স্টেশনে এই ঘোষণা বিভ্রান্তির জেরে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যেতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী পড়েও গিয়েছেন। আর এই নিয়েই চরমে উঠেছে নিত্যযাত্রীদের ক্ষোভ, অসন্তোষ।
যাত্রীদের অসন্তোষের জেরে ব্যাপক হই হট্টগোল শুরু হয়ে যায় বিধাননগর স্টেশন চত্বরে। তাঁদের অভিযোগ, ভিড় এতটাই ছিল যে এই ঘোষণার বিভ্রান্তির কারণে অনেক মানুষ ট্রেনে উঠতেই পারেননি। শুধু তাই নয়, যাত্রীদের অভিযোগ আজ বেশ কয়েকজন যাত্রী এক প্লাটফর্ম থেকে অন্য প্লাটফর্মে যেতে গিয়ে সিঁড়ির মধ্যে পড়ে যান। এরপর তাড়াহুড়োর মধ্যে তাঁদের টপকে অন্যরা দৌড়ে যেতে গিয়ে, তাঁরাও পড়ে গিয়েছেন বলে অভিযোগ নিত্যযাত্রীদের।
সম্প্রতি দমদমে এই ধরনের এক ঘোষণার বিভ্রান্তির জেরে বড় আকারের অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল। এদিনের ঘটনা নিয়ে শিয়ালদহরে ডিআরএম দীপক নিগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি কী ঘটেছে, তা তিনি খোঁজখবর নিয়ে দেখছেন। তবে এই ধরনের ঘোষণা বিভ্রান্তি হওয়া উচিত নয়, এতে যাত্রীদেরই অসুবিধা হয়।
প্রসঙ্গত, কিছুদিন আগেই বিধাননগর স্টেশনে একইধরনের ঘোষণা বিভ্রান্তির অভিযোগ উঠেছিল। সেই সময়েও যাত্রীরা অভিযোগ তুলেছিল, এক প্ল্যাটফর্মের কথা ঘোষণা হওয়ার পর দেখা যাচ্ছে, অন্য স্টেশনে ট্রেন ঢুকছে।