Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandip Ghosh: সন্দীপের বিরুদ্ধে চার্জ গঠন কবে? জানিয়ে দিল আদালত

Sandip Ghosh: বৃহস্পতিবার সিবিআই-কে ভর্ৎসনা করেছিলেন আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক। এমনকি, তদন্তকারী অফিসারকে শোকজ করেন। ২৪ ঘণ্টা পর ফের সিবিআইকে ভর্ৎসনা করলেন আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক।

Sandip Ghosh: সন্দীপের বিরুদ্ধে চার্জ গঠন কবে? জানিয়ে দিল আদালত
সন্দীপ ঘোষ (ফাইল ছবি)Image Credit source: Getty Image
Follow Us:
| Edited By: | Updated on: Jan 31, 2025 | 7:33 PM

কলকাতা: নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট ফাইল না হওয়ায় তিলোত্তমার ধর্ষণ-খুনের মামলায় জামিন পেয়েছেন। কিন্তু, আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় জেলে রয়েছেন। এবার সেই মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠন হতে চলেছে। মঙ্গলবার আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ-সহ ৫ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে বলে নির্দেশ দিল আলিপুর বিশেষ সিবিআই আদালত।

সন্দীপের বিরুদ্ধে চার্জ গঠন নিয়ে স্বাস্থ্য ভবনের অনুমোদন পাওয়ার পরও আদালতকে না জানানোয় গতকাল সিবিআই-কে ভর্ৎসনা করেছিলেন আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক। এমনকি, তদন্তকারী অফিসারকে শোকজ করেন। ২৪ ঘণ্টা পর ফের সিবিআইকে ভর্ৎসনা করলেন আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক।

এদিন বিচারক সিবিআইয়ের আইনজীবীর কাছে জানতে চান, কেন মামলার সব RUD (যে সব নথির উপর ভিত্তি করে তদন্ত হচ্ছে) আনা হয়নি? সিবিআইয়ের আইনজীবী জানান, ৭০ শতাংশ ডকুমেন্টস আনা হয়েছে।

সিবিআইকে ভর্ৎসনা করে বিচারক বলেন, “কেন ১০০ শতাংশ ডকুমেন্টস আনা হয়নি? রোজ তো অভিযুক্তদের পেশ করা মুশকিল। সিবিআই নিরাপত্তার দায়িত্ব নেবে? ওটা তো আপনারা পুলিশের উপর ছেড়ে দেবেন। কে বলেছিল ডকুমেন্টস ফটোকপি করতে? পেনড্রাইভে দিতে পারতেন।”

তখন সিবিআইয়ের আইনজীবী বলেন, “তাতে অনেক সময় লাগবে।” অভিযুক্তদের আইনজীবী জানান, “আমরা ৭০ শতাংশ ডকুমেন্টস নেব না। একেবারে ১০০ শতাংশ ডকুমেন্টস নেব।”

দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারক বলেন, “আপনারা দুই পক্ষ লিখিত দিন। সিবিআই ১০০ শতাংশ ডকুমেন্টস আনতে পারেনি। আর অভিযুক্তরা ১০০ শতাংশ ছাড়া ডকুমেন্টস নেবেন না।” বিচারক জানিয়ে দেন, মঙ্গলবার সন্দীপ ঘোষ-সহ ৫ জনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠন করা হবে।