CM Mamata Banerjee: ‘ইন্ডাস্ট্রি তৈরি করে দেখিয়ে দেব, কর্মসংস্থান বাড়াবই’, প্রত্যয়ী ঘোষণা মমতার
Mamata Banerjee: "আমি ইন্ডাস্ট্রি তৈরি করে দেখিয়ে দেব, তোমরা যতই বাধা দাও না কেন, আটকাতে পারবে না।''
কলকাতা: আগামী দিনে তাঁর লক্ষ্য শিল্প আর উন্নয়ন। রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধি করে তিনি দেখাবেনই। ফুলবাগানের জনসভা থেকে কলকাতা পুরসভা ভোটের (Kolkata Municipality Election 2021) প্রচারে প্রত্যয়ী ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। তাঁর হুঁশিয়ারি, হিংসে করে মানুষের ভালবাসা পাওয়া থেকে কেউ রুখতে পারবে না।
বুধবার ফুলবাগানের সভা থেকে মমতা বলেন, “বাংলার মানুষ খুব বুদ্ধিমান। বাংলার মানুষ চান কলকাতা কর্পোরেশনে তৃণমূল কংগ্রেস থাকুক। যেই আসে আমাকে বলে, ‘আগে কিয়া থা, অব কিয়া বন গিয়া’। আমার খুব ভাল লাগে।” তিনি যোগ করেন, “দেখুন আমাদের মধ্যে কোনও বিরোধ নেই। কোথাও হিন্দিভাষী (কলকাতায়), কোথাও বাংলাভাষী, কোথাও উর্দুভাষী রয়েছেন। সবাই সমান ভাব উৎসব করি। আমরা দুর্গাপুজোও করি, ছটপুজোও করি।”
এর পর উন্নয়নের খতিয়ান তুলে ধরে মমতা খোঁজ নেন লক্ষ্মীর ভাণ্ডারে উপকৃত হচ্ছেন কিনা। জানান, ৮৫ হাজার কেস ‘পেন্ডিং’ রয়েছে, সেগুলোর ‘প্রসেস’ চলছে। অনেকে ফর্ম পূরণে ভুল করেছেন বলে দাবি তাঁর। আবার স্টুডেন্ট স্মার্ট কার্ড নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ১ জানুয়ারি স্টুডেন্ট ডে পালন করছে রাজ্য। ১ থেকে ৭ জানুয়ারি স্কুলে স্কুলে অনুষ্ঠান করা হবে। তবে স্টুডেন্ট স্মার্টকার্ড নিয়ে যে অভিযোগ রয়েছে সেটাও মেনে নেন তিনি। তাঁর কথায়, “ব্যাঙ্কগুলো প্রথমে কো-অপারেশন করছিল না। আস্তে আস্তে আমরা কাজগুলো ক্লিয়ার করছি”। দুয়ারে রেশন পাচ্ছেন কিনা, সেটাও জনসভায় উপস্থিত মানুষের কাছে জানতে চান তিনি। উত্তর আসে ‘না’। পরক্ষণেই মমতা জানান ‘ফেজ ওয়াইজ’ কাজ হচ্ছে। বলেন, “বোঝেন তো কেজি কেজি নিয়ে যেতে হচ্ছে। একটা সিস্টেম চালু হতে একটু টাইম লাগে। আমি মিটিং করে নিয়েছি। কাজ হয়ে যাবে”।
তার পর আবার কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন, “আমরা ছয় মাস আগে বলেছিলাম, কাজ চালু করে দিয়েছি। কোনও কোনও পার্টি আছে মুখে বলে করে না। আর আমরা মুখে বলি এবং তিন-চারমাসের মধ্যে সেটা করি। এটা অন্য পার্টির সঙ্গে আমাদের পার্থক্য”। এর পরই মমতা জানান, যা যা কথা দিয়েছিলেন সব করেছেন। এবার আগামী দিনে তাঁর লক্ষ্য, রাজ্যে শিল্প তৈরি করা এবং চাকরি বৃদ্ধি করা। তাই তিনি মাঠে নেমেছেন। মমতার কথায়, “আমি ইন্ডাস্ট্রি তৈরি করে দেখিয়ে দেব, তোমরা যতই বাধা দাও না কেন, আটকাতে পারবে না।” তৃণমূল নেত্রী আরও যোগ করেন, ‘হিংসা করে আর নিন্দা করে কখনো রোখা যায় না মানুষের ভালবাসার ঢেউ”।
‘বাংলাই সেরা’ বলে উল্লেখ করে পুরভোটমুখী কলকাতা নিয়ে ফুলবাগানের জনসভা থেকে তাঁর মন্তব্য, “কলকাতার দিকে তাকিয়ে থাকে সারা বিশ্ব। কলকাতাকে এ ওয়ান সিটি আমি করেছিলাম। যত সিটিই থাক, কলকাতা কী ভাবছে সেটা সারা ভারতবর্ষকে ভাবাবে আবার।” হাত ঘুরিয়ে আত্মবিশ্বাসী মমতা যোগ করেন, ‘কলকাতার মানুষের একটি ভোট আমাকে অনুপ্রাণিত করবে। আমাকে এগিয়ে দেবে’। একই সঙ্গে তাঁর সংযুক্তি, ‘সারা দেশে বিজেপিকে পরাস্ত দেখতে চাই।’ ‘তাই ২০২৪-এও মনে রাখবেন খেলা হবে’, হুঁশিয়ারি মমতার। জানান, ২০২৪ সালে যতগুলো নির্বাচন হবে সবকটিতেই ‘খেলা হবে’।
আরও পড়ুন: Mamata Banerjee on Omicron: বাংলায় প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজে সাবধানবাণী শোনালেন মুখ্যমন্ত্রী