Mamata Banerjee: ‘টিম ইন্ডিয়ার বড় জয়’, দেশের সাত কেন্দ্রে উপভোটের ফল নিয়ে বললেন মমতা
By Poll: এরপর এক্স হ্যান্ডেলেও মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, 'বিধানসভার গুরুত্বপূর্ণ উপনির্বাচনে ধূপগুড়ির মানুষ আমাদের উপর বিশ্বাস রেখেছেন এবং আমাদের সমর্থনে তাঁদের জনাদেশ দিয়েছেন - সেজন্য আমি তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাই।
কলকাতা: দেশের ৬ রাজ্যের মোট ৭টি বিধানসভা কেন্দ্রে এদিন উপনির্বাচনের ফল প্রকাশ হয়। এরমধ্যে তিনটিতে জিতেছে বিজেপি, বাকিগুলি বিরোধীরা। এই জয়কে ইন্ডিয়া জোটের জয় বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছর লোকসভা ভোট। তার আগে দেশজোড়া এই উপনির্বাচনকে অ্যাসিড টেস্ট বলেই মনে করছে এনডিএ বিরোধী জোট ইন্ডিয়া। সেখানে এই ফলাফলকে আলাদা গুরুত্বও দিচ্ছে ইন্ডিয়ার শরিকরা।
পশ্চিমবঙ্গের ধূপগুড়িতে এদিন জেতা আসন হেরেছে বিজেপি। এই বিধানসভা আসন এবার তৃণমূলের দখলে। এছাড়াও উত্তরপ্রদেশের ঘোসি, উত্তরাখণ্ডের বাগেশ্বর, কেরলের পুথুপল্লি, ঝাড়খণ্ডের দুমরি এবং ত্রিপুরার ধানপুর ও বক্সানগরে বিধানসভা উপনির্বাচন হয়েছে। এখনও অবধি যা খবর, তাতে ত্রিপুরার ২টি আসন বিজেপি জিতেছে। বাগেশ্বর জিতেছে বিজেপি। তবে পুথুপল্লি জিতেছে ইউডিএফ। দুমরিতে জয় হয়েছে জেএমএমের। উত্তর প্রদেশের ঘোসিতে জয়ী সমাজবাদী পার্টি।
জি-২০ সম্মেলনে যোগ দিতে শুক্রবার দিল্লি রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাওয়ার আগে তিনি ধূপগুড়ির জয়কে মানুষের জয় বলে আখ্যা দেন। একইসঙ্গে বলেন, “সারা ভারতবর্ষে যে ভোট হয়েছে। সম্ভবত ৭টা জায়গায় ভোট হয়েছে। তাতে বিজেপি ৪টেয় হেরেছে। উত্তর প্রদেশের মতো জায়গাও হেরেছে। জিতেছে যে তিনটে তার মধ্যে ২টো ত্রিপুরা। কাউকে লড়তেই দেয় না। মাত্র ২টো লোকসভা কেন্দ্র। এ নিয়ে হাসির কোনও কারণ নেই। এটা ইন্ডিয়া টিমের বড় জয়। এভাবেই আসতে আসতে মানুষ সিদ্ধান্ত নিক, আমি এটাই চাই।”
I thank the people of Dhupguri for reposing faith in us and voting decisively in our favour in the critical by-election to the Assembly constituency. People in North Bengal have been with us, and trust our strategy of growth, inclusiveness and empowerment. Bengal has shown its…
— Mamata Banerjee (@MamataOfficial) September 8, 2023
এরপর এক্স হ্যান্ডেলেও মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘বিধানসভার গুরুত্বপূর্ণ উপনির্বাচনে ধূপগুড়ির মানুষ আমাদের উপর বিশ্বাস রেখেছেন এবং আমাদের সমর্থনে তাঁদের জনাদেশ দিয়েছেন – সেজন্য আমি তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাই। উত্তরবঙ্গের মানুষ আমাদের সঙ্গে আছেন এবং মা-মাটি-মানুষের সরকার যেভাবে উন্নয়ন, সামাজিক কল্যাণ এবং ক্ষমতায়নের সমন্বয় ঘটাচ্ছেন তাতে বিশ্বাস করেন। বাংলা তার মত জানাল এবং শীঘ্রই গোটা দেশও তার পছন্দ জানিয়ে দেবে। জয় বাংলা, জয় INDIA।’