দিলীপ ঘোষের সভার কাছেই বাজছে তৃণমূলের মাইক, উত্তেজনা ছড়াল মানিকতলায়
প্রচারে পিছিয়ে থাকতে রাজি নয় কোনও পক্ষই। তৃণমূল-বিজেপির সভা ঘিরে উঠল অভিযোগ, পাল্টা অভিযোগ। তৃণমূল (TMC) বিজেপির (BJP) চাপানউতোরে উত্তপ্ত হল মানিকতলা (Maniktala)
কলকাতা: রাজ্যে বিধানসভা ভোট (Election 2021) চলছে প্রায় মাসখানেক ধরে। তারও আগে থেকে শুরু হয়েছে প্রচার। রাজ্য জুড়ে কার্যত প্রচারের ঝড় তুলেছে তৃণমূল-বিজেপি সহ সব পক্ষই। এবার ভোট শেষ বেলায়। করোনা (COVID19) পরিস্থিতির জেরে প্রচারের মেজাজও খানিকটা স্তিমিত। কিন্তু এরই মধ্যে পাশাপাশি তৃণমূল (TMC) ও বিজেপির (BJP) সভা কিরে ছড়াল উত্তেজনা। শনিবার বিকেলে মানিকতলায় দিলীপ ঘোষের (Dilip Ghosh) সভা ঘিরে অভিযোগ তুলল বিজেপি।
এ দিন বিকেলে মানিকতলায় বিজেপি প্রার্থীর প্রচারে সভা ছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। সেই সঙ্গে সাংসদ লকেট চট্টোপাধ্যায়েরও থাকার কথা ছিল সেই সভায়। বিকেল থেকেই শুরু হয়ে যায় সবার তোড়জোড়। কিন্তু দিলীপ ঘোষ সভায় আসতেই তৈরি হয় উত্তেজনা। অভিযোগ, তাদের সভার কাছেই বাজানো হচ্ছিল তৃণমূলের প্রচারের মাইক।
জানা গিয়েছে, দিলীপ ঘোষের সভার ২০ থেকে ৩০ মিটারের মধ্যেই চলছিল তৃণমূলের সভা। মানিকতলায় তৃণমূলের ওই সভায় উপস্থিত ছিলেন কুনাল ঘোষ, সুজাতা খাঁ প্রমূখ। আর সেই সভার মাইক বিজেপির মঞ্চের কাছে বাজানো হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। অভিযোগ পাল্টা অভিযোগে বেশ কিছুক্ষণ ধরে বচসা চলে দু’পক্ষের। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে সভা সম্পন্ন হয়। দুই দলের সভা থাকায় এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছিল।
এই প্রসঙ্গে বিজেপির তরফ থেকে কল্যান চৌবে বলেছেন, ‘আমরা অনুমতি নিয়েই সভা করছিলাম। সভার সামনে মাইক লাগিয়ে দিয়ে যায় তৃণমূল। আমরা পুলিশকে সে কথা জানিয়ে ছিলাম। তা সত্ত্বেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। তৃণমূল জোর জবরদস্তি মাইক লাগানোর চেষ্টা করেছে বলে অভিযোগ জানান তিনি।
আরও পড়ুন: মিঠুনের সভায় থিকথিকে ভিড়, এফআইআর দায়ের করার নির্দেশ জেলাশাসকের
অন্যদিকে মানিকতলার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা মদন মোহন সাহার অভিযোগ, এলাকায় তৃণমূলের পোস্টারের ওপর পোস্টার লাগিয়ে দিয়ে গিয়েছিল বিজেপি কর্মীরা। তাই তিনি বলেন, ওরাই এগিয়ে এসে ঝগড়া করছে। আমরা অনুমতি নিয়েই সভা করছিলাম।