পদ নেই, কিন্তু ছবি আছে, পুরসভার পেজে ফিরহাদের ‘উপস্থিতি’ নিয়ে কমিশনে নালিশ বিজেপির
সম্প্রতি আধাসেনা বাহিনীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ নিয়েও তাঁর বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। এ বার নতুন করে অভিযোগ জানানো হল তাঁর নামে।
কলকাতা: ফের একবার বিতর্কের মুখে পড়লেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। ফিরহাদ বর্তমানে কলকাতা পুরসভার প্রশাসক বা মেয়র কোনও পদে নেই। তা সত্ত্বেও পুরসভার অফিশিয়াল ফেসবুক পেজ বা টুইটার হ্যান্ডেলে এখনও ফিরহাদ হাকিমের ছবি রয়ে গিয়েছে। যা কমিশনের বিধি লঙ্ঘন করে বলে নালিশ তুলেছে বিরোধী শিবির।
একুশের বিধানসভা ভোট শুরু হওয়ার কদিন আগেই কলকাতা পুরসভার প্রশাসক পদ থেকে ইস্তফা দেন ফিরহাদ হাকিম। কমিশনের তরফে তাঁকে পদ ছাড়ার নির্দেশ দেওয়ার পরই পদত্যাগ করেন তিনি। বিজেপি কমিশনের উপর চাপ তৈরি করার ফলেই তাঁকে সরতে হয়েছিলেন বলে দাবি করেছিলেন পুরমন্ত্রী। নির্বাচন চলাকালীনও একাধিকবার বিতর্কে জড়িয়েছিল তাঁর নাম। সম্প্রতি আধাসেনা বাহিনীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ নিয়েও তাঁর বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। এ বার নতুন করে অভিযোগ জানানো হল তাঁর নামে।
আরও পড়ুন: প্রেসক্রিপশন ছাড়া অক্সিজেন বিক্রি নিষিদ্ধ রাজ্যে, কালোবাজারি রুখতে কড়া বিজ্ঞপ্তি নবান্নর
বিজেপির স্পষ্ট দাবি, কাগজে কলমে ফিরহাদ হাকিম এই মুহূর্তে পুরসভার কোনও পদে নেই। অথচ তাঁর ছবি পুরসভার ফেসবুক বা টুইটারে রয়েছে। যা সরাসরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে। বিজেপি কমিশনে এই নালিশ জানানোর কিছুক্ষণ পরই অবশ্য দেখা যায়, পুরসভার ফেসবুক এবং টুইটার পেজ থেকে ফিরহাদের ছবি সরিয়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: কোভিড বিধি না মানায় ৩৯ প্রার্থীর বিরুদ্ধে এফআইআর, কঠোর পদক্ষেপ কমিশনের