কোভিড বিধি না মানায় ৩৯ প্রার্থীর বিরুদ্ধে এফআইআর, কঠোর পদক্ষেপ কমিশনের

জাতীয় বিপর্যয় মোকাবিলা আইন ২০০৫-এর ৫১বি ধারা অনুযায়ী এই অভিযোগ দায়ের করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের কোনও অভিযোগ এলে আরও কঠোর পদক্ষেপ করতে পারে কমিশন

কোভিড বিধি না মানায় ৩৯ প্রার্থীর বিরুদ্ধে এফআইআর, কঠোর পদক্ষেপ কমিশনের
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Apr 24, 2021 | 7:33 PM

কলকাতা: অতি মহামারিকালে প্রচারের ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রের সেই নির্দেশের পালন করা হচ্ছে না। করোনা বিধি না পালন করার জেরে এ বার প্রার্থীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হল। সূত্রের খবর, বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩৯ জন প্রার্থীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। যদিও তাঁদের নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি। তবে তালিকায় তৃণমূল, বিজেপি ও মোর্চা, তিন দলের প্রার্থীরাই শামিল রয়েছে বলে খবর।

কমিশন সূত্রে খবর, একাধিক রাজনৈতিক দলের সমাবেশে কোভিড বিধি মানা হয়নি। যে কারণে এ বারে সরাসরি এফআইআর দায়ের করা হয়েছে। এ ছাড়াও মোট ৮৯ জন প্রার্থীকে শো-কজ করা হয়েছে। গতকাল প্রাথমিকভাবে ১৩ জন প্রার্থীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। তবে এ দিন একলাফে সেটাই বেড়ে হয়ে যায় ৩৯। নির্বাচন কমিশন মারফৎ জানানো হয়েছে, জাতীয় বিপর্যয় মোকাবিলা আইন ২০০৫-এর ৫১বি ধারা অনুযায়ী এই অভিযোগ দায়ের করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের কোনও অভিযোগ এলে আরও কঠোর পদক্ষেপ করতে পারে কমিশন। বিভিন্ন কেন্দ্রে রিটার্নিং অফিসার এবং জেলার নির্বাচনী আধিকারিকরা এই এফআইআর ও শোকজ করছেন বলে খবর।

পশ্চিমবঙ্গে দীর্ঘ আট দফার ভোট চলাকালীন যেভাবে লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তা অস্বস্তি বাড়িয়েছে কমিশনেরও। যে কারণে ইতিমধ্যেই বড় জমায়েতের ক্ষেত্রে রাশ টানা হয়েছে। শনিবারই রাজ্যে মুখ্যসচিব, ডিজি, এডিজি আইনশৃঙ্খলা-সহ শীর্ষ আধিকারিকদের সঙ্গে ভিডিয়ো বৈঠকে এই মর্মে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

আরও পড়ুন: প্রেসক্রিপশন ছাড়া অক্সিজেন বিক্রি নিষিদ্ধ রাজ্যে, কালোবাজারি রুখতে কড়া বিজ্ঞপ্তি নবান্নর

জেলাগুলিকে আরও শক্ত হাতে কোভিড বিধি এবং বিপর্যয় মোকাবিলা আইন বলবৎ করার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ নিয়ম ভাঙলে তৎক্ষণাৎ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। খোদ মুখ্য নির্বাচন কমিশনার এই ভিডিয়ো বৈঠকের পৌরহিত্য করেন। রাজ্যের মুখ্যসচিব তথা রাজ্য বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান কমিশনকে আশ্বাস দিয়েছেন যে যাবতীয় নির্দেশ পালনের জন্য প্রশাসনকে যথোপযুক্ত ভাবে কাজে লাগানো হচ্ছে।

আরও পড়ুন: প্রকাশ্যে সিসিইউ অপব্যবহারের ছবি, ‘ভয়ঙ্কর অপরাধ’, তীব্র ভর্ৎসনা স্বাস্থ্য অধিকর্তার