একদিনে আক্রান্ত ১৪ হাজারের বেশি, সংক্রমণের ঢেউ জেলাতেও, সঙ্কটজনক পরিস্থিতি বঙ্গে
শনিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, দৈনিক সংক্রমণের হার ১৪ হাজার পেরিয়ে গিয়েছে। নতুন করে প্রায় ৬০ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়।
কলকাতা: অত্যন্ত স্পর্শকাতর জায়গায় পৌঁছে যাচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি। ২৪ ঘণ্টার ব্যবধানে আক্রান্তের সংখ্যা হাজারে হাজারে বাড়ছে। প্রতিদিনই নতুন রেকর্ড সৃষ্টি করছে কোভিডের ভাইরাস। শনিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, দৈনিক সংক্রমণের হার ১৪ হাজার পেরিয়ে গিয়েছে। নতুন করে প্রায় ৬০ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়।
রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ১৪ হাজার ২৮১ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। এই সময়ের মধ্যে ৫৫ হাজার ৬০ টি নমুনা পরীক্ষা হয়েছে। অর্থাৎ পজিটিভিটির হার ২৫.৯৩ শতাংশ। একই সময়ে মৃত্যু হয়েছে ৫৯ জন ব্যক্তির। সুস্থতার হারও কমছে দ্রুত গতিতে। বর্তমানে সুস্থতার হার ৮৮.৩৩ শতাংশ। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৩৭৫।
আক্রান্তের নিরিখে পয়লা নম্বরেই রয়েছে কলকাতাই। শহরে একদিকে ২,৯৭০ জন শনাক্ত হয়েছেন এই ভাইরাসে। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ২,৮২১। কলকাতায় একদিনে ২০ জন এবং উত্তর ২৪ পরগনার ১২ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: প্রেসক্রিপশন ছাড়া অক্সিজেন বিক্রি নিষিদ্ধ রাজ্যে, কালোবাজারি রুখতে কড়া বিজ্ঞপ্তি নবান্নর
অন্যদিকে, বাকি জেলাগুলির মধ্যে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনায় ৮২২ জন, হাওড়ায় ৭৯৭ জন, হুগলিতে ৬২৩ জন, বীরভূমে ৬৯৪ জন, পশ্চিম বর্ধমানে ৭৬৮ জন, পূর্ব বর্ধমানে ৪৫২ জন, মালদহে ৬৬৬ জন, মুর্শিদাবাদে ৫৮৭ জন, নদিয়ায় ৬৩৮ জন ও দার্জিলিঙে ৫০৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: প্রকাশ্যে সিসিইউ অপব্যবহারের ছবি, ‘ভয়ঙ্কর অপরাধ’, তীব্র ভর্ৎসনা স্বাস্থ্য অধিকর্তার