একুশে খেলা হবে, আমি গোল রক্ষক: মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার কেউ বড় হয়ে গেলেই তাঁকে নীচে টেনে নামানোর চেষ্টা হয়, কিন্তু নেংটি ইঁদুরদের ভয় পাই না, ভাষা দিবসের মঞ্চ থেকে ঘোষণা মমতার (Mamata Banerjee)
কলকাতা: রবিবারই কয়লা কাণ্ডে (Coal Scam) তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে (Rujila Narula Banerjee) কে নোটিস দিয়েছে সিবিআই। স্বভাবতই এ নিয়ে অস্বস্তিতে তৃণমূল। তবে ভাষা দিবসের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দিলেন কোনও রকম ‘ধমকানি-চমকানি’তে তিনি ভয় পান না। তাঁর কথায়, ‘বাংলার মেরুদণ্ড ভেঙে দেওয়া অত সহজ নয়। আপনারা জেল-টেল দেখিয়ে ভয় দেখাবেন না। আমরা এসব দেখে অভ্যস্ত। ধমকানি-চমকানিতে ভয় পাইনা।’ এরপরেই মমতার ঘোষণা, ‘একুশেই চ্যালেঞ্জ হবে। একুশেই খেলা হবে। আমি গোল রক্ষক।’
এদিনও ভাষা দিবসের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের নামবদলের প্রসঙ্গ তুলে কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বলেন, ওড়িয়া, মারাঠি, পঞ্জাবীভাষীদের জন্য যদি সেসব রাজ্যের নামকরণ ভাষা দিয়ে হতে পারে তাহলে বাংলাভাষী মানুষের জন্য কেন এই রাজ্যের নাম বাংলা হবে না? মমতার কথায়, ‘আমরা তো বাংলাদেশ করার কথা বলছি না। বাংলা রাজ্যের কথা বলছি। বাংলা প্রদেশ বলুন না! অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ আছে।’ মূলত হিন্দিভাষী রাজ্যগুলিকে কটাক্ষ করে মমতার মন্তব্য, ‘ওদের মধ্য থাকলে হবে, ঊর্ধ্ব থাকলে হবে, নিম্ন থাকলে হবে। বাংলা হবে না। চিরকালই দেখেছি বাংলা রাজ্যের প্রতি বঞ্চনার ভাব (পড়ুন কেন্দ্রের)।’
আরও পড়ুন: রুজিরার পর অভিষেকের শ্যালিকাকেও নোটিস সিবিআই-এর
নাম না করে বারবার এদিন কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, বাংলার কেউ বড় হয়ে গেলেই তাঁকে নীচে টেনে নামানোর চেষ্টা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, রামকৃষ্ণ, রবীন্দ্রনাথ ঠাকুর- কাউকেই রেয়াত করা হয়নি। মমতা যোগ করেন বাংলার প্রতি এই দৃষ্টিভঙ্গি কেন? অনেকবার বাংলাকে ভাঙার চক্রান্ত হয়েছে। এরপরেই রীতিমতো হুঁশিয়ারির সুরে মমতার বার্তা, আমি বাংলাকে ‘বঙ্গাল’ বলব কেন? আমরা সকল ভাষাকে সম্মান দিয়েছি। আমরা সব ভাষাকেই ভালবাসি, সম্মান করি। বাংলাকে যাঁরা ব্যঙ্গ করেন, ব্যঞ্জনা করেন, সুড়সুড়ি দেন তাঁদের বলছি, নেংটি ইঁদুরের সঙ্গে লড়তে ভয় পাইনা।
মমতা বলেন, বাংলা ভাষা আমায় শিখিয়েছে বাঘের বাচ্চার মতো লড়বি। বাঘের বাচ্চা যেন বেড়াল, নেংটি ইঁদুরকে ভয় না পায়। তাঁর হুঁশিয়ারি, ‘বাংলাকে খেলানোর চেষ্টা করোনা। বাংলা লড়াই করবে। একটাই লড়াই হবে। দেখব কে কত লড়াই করতে পারবে।’ এরপর স্বরচিত কবিতার কয়েক লাইন পড়ে শোনান তিনি। তারপরেই মমতা চ্যালেঞ্জ ছোড়েন, ‘একুশে খেলা হবে। আমি গোল রক্ষক। দেখব কে কত লড়াই করতে পারবে।’ ভাষা দিবসের মঞ্চ থেকে মমতার বার্তা, ‘বাংলাকে যারা বঞ্চনা করবে তাদের ফোন তুলে বলবেন জয় বাংলা।’