Mamata Banerjee: ‘আমি আমার লক্ষ্মণরেখা জানি…’, সাংবাদিকের প্রশ্ন শুনেই বিরক্ত মমতা
Mamata Banerjee: আদালতের বাইরেও সাম্প্রতিককালে আইন-শৃঙ্খলা নিয়ে যে মন্তব্য করা হচ্ছে, সে নিয়েও এদিনের সাংবাদিক বৈঠকের শেষের দিকে প্রশ্ন করা হয়েছিল মুখ্যমন্ত্রীকে। আর সেই প্রশ্ন শুনেই বেজায় বিরক্ত মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিলেন, বিচার ব্যবস্থা নিয়ে কোনও মন্তব্য করতে চান না তিনি।
কলকাতা: রাজ্য সরকারের তরফে নতুন বছরে প্রথমবার সাংবাদিক বৈঠক বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সভাঘরের ওই সাংবাদিক বৈঠকে রাজ্যের বিভিন্ন ইস্যুর কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। উঠে আসে করোনা পরিস্থিতির কথা, বাংলা ভাষার ধ্রুপদী ভাষার স্বীকৃতির দাবির কথা, পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা করার দাবির কথা। রাজ্যের বিভিন্ন তীর্থক্ষেত্রগুলিকে কীভাবে ভোল পাল্টে দেওয়ার কাজ চলছে, সে কথাও তুলে ধরেন মমতা। আদালতের বাইরেও সাম্প্রতিককালে আইন-শৃঙ্খলা নিয়ে যে মন্তব্য করা হচ্ছে, সে নিয়েও এদিনের সাংবাদিক বৈঠকের শেষের দিকে প্রশ্ন করা হয়েছিল মুখ্যমন্ত্রীকে। আর সেই প্রশ্ন শুনেই বেজায় বিরক্ত মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিলেন, বিচার ব্যবস্থা নিয়ে কোনও মন্তব্য করতে চান না তিনি।
একটু রেগে গিয়েই মুখ্যমন্ত্রী হাত জোড় করে বললেন, “দয়া করে এগুলি নিয়ে আমাকে প্রশ্ন করবেন না। আপনারা ভাববেন না, বিচারব্যবস্থা নিয়েও আমাকে মন্তব্য করতে হবে। আমি মন্তব্য করব না। আমি আমার লক্ষ্মণরেখা জানি। আপনারাই বা কেন এটা নিয়ে প্রশ্ন করছেন। এটা করবেন না।” সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন, এই বিষয়ে কোনওরকম মন্তব্য নিয়ে তীব্র আপত্তি রয়েছে তাঁর।
বৃহস্পতিবার দুপুরের সাংবাদিক বৈঠকে সন্দেশখালির শাহজাহান শেখের প্রসঙ্গেও প্রশ্ন করা হয়েছিল মুখ্যমন্ত্রীকে। সেই নিয়েই এখনই কোনও মন্তব্য করতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ বক্তব্য, “বিষয়টি তদন্তের আওতায় আছে। আমার এই নিয়ে কোনও মন্তব্য নেই।”
নতুন বছরের শুরুতে এই প্রথমবারের জন্য সরকারি তরফে সাংবাদিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন তীর্থক্ষেত্রে উন্নয়নমূলক কাজকর্মের একটি বিস্তারিত খতিয়ান এদিন তুলে ধরেন মমতা।