লালার ‘চ্যালা’ বিনয় কি তবে বাংলাদেশেই? কয়লাকাণ্ডে সিবিআইয়ের হাতে বড়সড় তথ্য
কয়লাকাণ্ডে (Coal Scam) লালা ও প্রভাবশালীদের সেতু এই বিনয় মিশ্র।
কলকাতা: কয়লাকাণ্ডে (Coal Scam) তদন্ত শুরু হওয়ার পরই দেশ ছাড়েন বিনয় মিশ্র (Binay Mishra)। তাঁকে নাগালে পেতে মরিয়া সিবিআই। এরইমধ্যে চাঞ্চল্যকর তথ্য হাতে উঠে এসেছে তদন্তকারীদের। সিবিআই সূত্রে খবর, দুবাই, দক্ষিণ আফ্রিকা হয়ে বাংলাদেশে গিয়ে গা ঢাকা দেন কয়লাকাণ্ডের মূল চাঁই অনুপ মাজি ওরফে লালার অন্যতম সঙ্গী বিনয় মিশ্র।
সিবিআই সূত্রে খবর, কয়লাকাণ্ডের তদন্ত শুরু হওয়ার পরই ২০ সেপ্টেম্বর দেশ ছাড়েন বিনয় মিশ্র। এরপর কখনও দুবাই কখনও দক্ষিণ আফ্রিকা কখনও বাংলাদেশে ঠাঁই নেন কয়লাকাণ্ডের এই চক্রী। সম্প্রতি ব্যুরো অব ইমিগ্রেশন এমন তথ্যই দিয়েছে সিবিআইকে।
আরও পড়ুন: ‘আমি স্ট্রিট ফাইটার, ভাঙি তবু মচকাই না’, বাঘমুণ্ডির সভা থেকে মমতা
সূত্রের খবর, ইমিগ্রেশন থেকে ইমেল মারফৎ এই তথ্য সিবিআইকে পাঠানো হয়েছে। গত ১৩ মার্চ বিনয় মিশ্র সম্পর্কে জানতে চেয়ে তাদের একটি চিঠি পাঠানো হয়ে সিবিআইয়ের তরফে। মূলত সিবিআই জানতে চেয়েছিল, বিনয় কবে কলকাতা ছাড়েন। পাসপোর্টের বিস্তারিত, কোন এয়ারলাইন্সের বিমানে যান। বেশ কিছু তথ্য তদন্তকারীদের কাছে এসেছে। তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করতে চলেছে সিবিআই। ইতিমধ্যেই ওপেন ওয়ারেন্ট জারি হয়েছে বিনয়ের নামে। রেড কর্নার জারি হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।
কয়লাকাণ্ডে লালা ও প্রভাবশালীদের সেতু এই বিনয় মিশ্র। বিনয় মিশ্রর বহু ভুয়ো সংস্থা রয়েছে বলে জানতে পেরেছে তদন্তকারীরা। সেই সংস্থায় লালার কয়লাপাচারের কালো টাকা সাদা করা হত। এমনকী কোন প্রভাবশালীর কাছে কত টাকা যাবে, সে ভারও বিনয়ই সামলাতেন। যদিও বিনয় একা নন, এরকম আরও বেশ কয়েকজন ব্যবসায়ীর নামও উঠে এসেছে। জেরাও করা হয়েছে গণেশ বাগাড়িয়া বা রণধীর বার্নওয়ালদের। বিনয়ের ভাই বিকাশকেও কয়েক দফায় জেরা করেছে সিবিআই। এবার বিনয়কে পেতে আরও মরিয়া তদন্তকারীরা।