Mother Language Day: ভাষা দিবসে অগ্নিমিত্রার মুখে ইংরেজি শুনে ব্রাত্য বললেন ‘ধন্যবাদ’

Mother Language Day: বিজেপি বিধায়কের প্রশ্নটি ছিল মূলত স্কুল শিক্ষা দফতরের কাছে। ব্রাত্য উত্তর দিতেই তরজা শুরু।

Mother Language Day: ভাষা দিবসে অগ্নিমিত্রার মুখে ইংরেজি শুনে ব্রাত্য বললেন 'ধন্যবাদ'
বিধানসভায় তরজা
Follow Us:
| Edited By: | Updated on: Feb 21, 2023 | 5:47 PM

কলকাতা: ভাষা নিয়ে শাসক-বিরোধী তরজা নতুন নয়। বাংলায় বিজেপির হিন্দিভাষি নেতাদের আনাগোনা নিয়ে বিভিন্ন সময়ে কটাক্ষ করেছেন তৃণমূলের নেতারা। ‘একুশে’র সেই ভাষা নিয়েই তরজা চলল বিধানসভা কক্ষে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন বিধানসভায় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) কেন ইংরেজিতে প্রশ্ন করলেন, তা নিয়ে কটাক্ষের সুর শোনা গেল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উত্তরে। যদিও বিষয়টা নিয়ে শাসক শিবিরের বিধায়কদের মধ্যেও দ্বিমত দেখা গিয়েছে, তবে, পাল্টা জবাব দিতে ছাড়েননি আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অবশ্য মনে করিয়ে দেন, অগ্নিমিত্রা যে দিন প্রশ্ন জমা দিয়েছিলেন, সে দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছিল না।

বিজেপি বিধায়কের প্রশ্নটি ছিল মূলত স্কুল শিক্ষা দফতরের কাছে। তিনি জানতে চেয়েছিলেন, সরকারি স্কুলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিশেষ ক্ষমতাসম্পন্ন পড়ুয়াদের শিক্ষার ব্যবস্থা আছে কি না। থাকলে সে বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছিলেন তিনি। পুরো প্রশ্নটাই ছিল ইংরেজিতে।

মঙ্গলবার সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ব্রাত্য বসু বলেন, ‘আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইংরেজিতে প্রশ্ন করেছেন। এর জন্য ধন্যবাদ বিধায়ককে।’

প্রশ্নের জবাব পাওয়ার পরে অতিরিক্ত প্রশ্ন করতে গিয়ে অগ্নিমিত্রা পাল্টা তোপ দাগেন রাজ্য সরকারের বিরুদ্ধে। বলেন, আমার ইংরেজিতে প্রশ্ন করার থেকে বেশি গুরুত্বপূর্ণ দাড়িভিটের তাপস, রাজেশের বিচার পাওয়া। যাঁরা মাতৃভাষার জন্য শহিদ হয়েছিলেন। উল্লেখ্য, ২০১৮ সালে উত্তর দিনাজপুরের দাড়িভিট হাইস্কুলে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় ওই স্কুলের দুই প্রাক্তন ছাত্র তাপস বর্মণ এবং রাজেশ সরকারের। বাংলা শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন করতে গিয়ে ওই ঘটনা ঘটে বলে অভিযোগ ছিল। সেই ঘটনার পর থেকে প্রতি বছর ওই দাড়িভিট স্মরণসভা করা হয় বিজেপির তরফ থেকে।

একই সঙ্গে বিজেপি নেত্রী উল্লেখ করেন, বিধানসভায় বিজেপি বিধায়ক হিরণ ইংরেজিতে বক্তৃতা করায় তাঁকে তৃণমূলের তরফ থেকে কটাক্ষ করা হয়েছিল। তিনি আরও বলেন, ‘এই সরকার তো হিন্দির বিরোধিতা করে ইংরেজির কথা বলেছিল। স্যার (স্পিকার) বলে দিন আমরা কি ইংরেজিতে কথা বলতে পারব না?’

এই প্রসঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, অগ্নিমিত্রা যে দিন প্রশ্ন জমা দিয়েছিলেন, ‘সে দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছিল না।’ এই বিষয়ে তাপস রায় পয়েন্ট অফ অর্ডার আনতে হাত তুলেছিলেন। কিন্তু স্পিকার তা নাকচ করে দেন। এরপর ব্রাত্য বলেন, ‘আমি কি ভুল বলেছি? আমি তো ওঁকে কনগ্র্যাচুলেটেড করেছি। আমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইংরেজিতে প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানিয়েছি।’