Buddhadeb Bhattacharjee: বুধে বাড়ি ফিরছেন বুদ্ধ, হাসপাতালে প্রায় ১১ লক্ষ টাকার চিকিৎসা খরচ মেটাচ্ছে সিপিএম
Buddhadeb Bhattacharjee: ভর্তির ১২ দিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পেতে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সূত্রের খবর, এগারো দিন ধরে মেডিক্যাল বোর্ডের যে ১১ জন চিকিৎসক বুদ্ধবাবুকে দেখেছেন তাঁদের কেউই কনসালটেশন ফি নিতে চাননি।
কলকাতা: ধীরে ধীরে সেরে উঠছেন। সংক্রমণও আর নেই। সামগ্রিকভাবে স্বাস্থ্য়েরও অনেক উন্নতি হয়েছে। অবশেষে ভর্তির ১২ দিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পেতে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। বুধবারই বাড়ি ফিরছেন তিনি। ইতিমধ্যে তা নিশ্চিত করে দেওয়া হয়েছে উডল্যান্ডস হাসপাতালের তরফে। এই সপ্তাহতেই যে তাঁকে ছুটি দেওয়া হবে, তা নিয়ে নানা জল্পনা আগে থেকেই শোনা যাচ্ছিল। অবশেষে দিনক্ষণ নিশ্চিত করে দিল হাসপাতাল কর্তৃপক্ষ। তবে বাড়িতে গেলেও সেখানেও থাকবেন চিকিৎসকদের নজরদারিতে। বাড়িতেই থাকবে মেডিকেল সাপোর্ট।
এ কারণেই মঙ্গলবার বিকালে হোম কেয়ারের পরিকাঠামো নির্মাণে বুদ্ধবাবুর বাড়িতে গেলেন আলিপুরের বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। বেড সাইড মনিটর, অক্সিজেন কনসেনট্রেটর, নেবুলাইজার রাখার পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী যে ঘরে থাকেন সেখানে জীবাণুনাশের কাজও করা হয়েছে বলে সূত্রের খবর। হাসপাতাল সূত্রের খবর, বুদ্ধবাবুর সংক্রামিত হওয়ার একটি অন্যতম কারণ তাঁর এক কামরার ঘর। কিন্তু সেই ঘর থেকে অন্যত্র যেতে রাজি নন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাই ওই ঘরের জীবাণুনাশ করে তাঁর স্বাস্থ্যের উপর নজরদারির জন্য প্রয়োজন চিকিৎসা সামগ্রী রাখা হয়েছে। মঙ্গলবার সতীর্থ সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন, হোম কেয়ারের পরিকাঠামোর জন্য বুদ্ধবাবুর বই রাখার জায়গারও খানিক স্থান বদল হবে। সেই কাজও করা হচ্ছে এদিন বিকালে।
অন্যদিকে হাসপাতাল সূত্রের খবর, এগারো দিন ধরে মেডিক্যাল বোর্ডের যে ১১ জন চিকিৎসক বুদ্ধবাবুকে দেখেছেন তাঁদের কেউই কনসালটেশন ফি নিতে চাননি। সূত্রের খবর, ১১ দিনে বুদ্ধবাবুর চিকিৎসার বিল হয়েছে প্রায় সাড়ে দশ লক্ষ টাকা। এর মধ্যে পাঁচ লক্ষ টাকা সিপিএম ইতিমধ্যে মিটিয়ে দিয়েছে। বাকি টাকাও দলের তরফেই মেটানো হবে বলে খবর।