দক্ষিনবঙ্গের সঙ্গে পাল্লা দিয়ে সংক্রমণে নজর কাড়ছে বাঙালির প্রিয় দার্জিলিং

কলকাতা ও উত্তর ২৪ পরগণা সংক্রমণের শীর্ষে রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও সংক্রমণের হার বেশি।

দক্ষিনবঙ্গের সঙ্গে পাল্লা দিয়ে সংক্রমণে নজর কাড়ছে বাঙালির প্রিয় দার্জিলিং
অলংকরণ- অভীক দেবনাথ
Follow Us:
| Updated on: May 08, 2021 | 9:43 PM

কলকাতা: গত বছরের শেষে অতিমারীর ঝড় একটু স্তিমিত হতেই বাংলার বহু পর্যটক বেড়াতে গিয়েছিলেন উত্তরবঙ্গে। লকডাউনে ব্যবসার খরা কাটিয়ে বাঙালি প্রিয় দার্জিলিং দেখেছিল পর্যটকের ভিড়। সে ভাবে সংক্রমণের দাপট ছিল না পাহাড়ে। তবে এবার ছবিটা বদলাচ্ছে। দক্ষিণবঙ্গে দ্বিতীয় ঢেউয়ের দাপট অনেক বেশি হলেও প্রত্যেকদিনই শতাধিক মানুষ আক্রান্ত হচ্ছে দার্জিলিংয়ে। শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দার্জিলিং-এ আক্রান্ত হয়েছেন ৫৩৫ জন।  এই মুহূর্তে সেখানে সক্রিয় রোগীর সংখ্যা ৩৬৬০।

তবে এখনও কলকাতা আর উত্তর ২৪ পরগাই সংক্রমণের শীর্ষে। একে অপরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। শনিবারের বুলেটিনে দেখা যাচ্ছে সংক্রমণের পরিসংখ্যানে কলকাতার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে উত্তর ২৪ পরগণা। কলকাতায় যেখানে নতুন আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯৬১, উত্তর ২৪ পরগণায় সেখানে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ হাজার ৯৮২।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন….

আলিপুরদুয়ার– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭ জন। সুস্থ হয়েছেন ৬০ জন। গত একদিনে করোনায় মৃত্যু হয়ে্যে ১ জনের।

কোচবিহার– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২৮ জন। সুস্থ হয়েছেন ২১৪ জন। গত একদিনে করোনায় কোনও মৃত্যু হয়নি।

দার্জিলিং– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩৫ জন। সুস্থ হয়েছেন ২১৪ জন। গত একদিনে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

কালিম্পং– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১ জন। সুস্থ হয়েছেন ৩১ জন। গত একদিনে করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।

জলপাইগুড়ি– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭৮ জন। সুস্থ হয়েছেন ২৩৪ জন। গত একদিনে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

উত্তর দিনাজপুর– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬৪ জন। সুস্থ হয়েছেন ২৯৭ জন। গত একদিনে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

দক্ষিণ দিনাজপুর- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫২ জন। সুস্থ হয়েছেন ১৮৯ জন। গত একদিনে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

মালদা– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৯৭ জন। সুস্থ হয়েছেন ৫৮৭ জন। গত একদিনে করোনায় কারও মৃত্যু হয়নি।

মুর্শিদাবাদ– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৯০ জন। সুস্থ হয়েছেন ৫৮৯ জন। গত একদিনে করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।

নদিয়া– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৩২ জন। সুস্থ হয়েছেন ৭৫৫ জন। গত একদিনে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

বীরভূম– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৮৫ জন। সুস্থ হয়েছেন ৮০৩ জন। গত একদিনে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

পুরুলিয়া– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৮ জন। সুস্থ হয়েছেন ২৭৮ জন। গত একদিনে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে।

বাঁকুড়া– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪০৭ জন। সুস্থ হয়েছেন ৩৭৯ জন। গত একদিনে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

ঝাড়গ্রাম– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৮ জন। সুস্থ হয়েছেন ১১২ জন। গত একদিনে করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।

পশ্চিম মেদিনীপুর– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৮৬ জন। সুস্থ হয়েছেন ৪০৬ জন। গত একদিনে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

পূর্ব মেদিনীপুর– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৫৫ জন। সুস্থ হয়েছেন ৫৮৪ জন। গত একদিনে করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।

পূর্ব বর্ধমান– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৪৪ জন। সুস্থ হয়েছেন ৪৯৭ জন। গত একদিনে করোনায় কারও মৃত্যু হয়নি।

পশ্চিম বর্ধমান– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৪১ জন। সুস্থ হয়েছেন ৮৮৬ জন। গত একদিনে করোনায় ৪২ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

হাওড়া– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৯৬ জন। সুস্থ হয়েছেন ৯৬৩ জন। গত একদিনে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

হুগলি– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৪৭ জন। সুস্থ হয়েছেন ৮৯৬ জন। গত একদিনে করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

উত্তর ২৪ পরগনা– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩,৯৮২ জন। সুস্থ হয়েছেন ৩,৯৮৮ জন। গত একদিনে করোনায় ৩৯ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

দক্ষিণ ২৪ পরগনা- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৬২ জন। সুস্থ হয়েছেন ৯৭৭ জন। গত একদিনে করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

কলকাতা– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩,৯৬১ জন। সুস্থ হয়েছেন ৩,৯৮৩ জন। গত একদিনে করোনায় ৩৪ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।