Covid Update: ওমিক্রন আতঙ্কের মধ্যেও রাজ্যে কমল সংক্রমণ, উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু
Covid Update: দৈনিক সংক্রমণের সংখ্যা কমেছে, তবে গতকালের পর আজও করোনায় মৃতের সংখ্যা ১২।
কলকাতা: রাজ্যে করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা কিছুটা স্বস্তি দিচ্ছে। পরপর দু দিন ৭০০-র নীচেই রয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে মৃতের সংখ্যা এখনও উদ্বেগজনক। গতকালের পর আজও একদিনে মৃতের সংখ্যা ১২। গতকাল করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬৬৮। আজ সেই সংখ্যা কমে হয়েছে ৬৫৭। এক দিনে সুস্থ হয়েছেন ৬৬৭ জন।
পজিটিভিটি রেটও কমেছে অনেকটাই। বেশ কিছুদিন ধরে পজিটিভিটি রেটও ২- এর নীচে নামছিল না। আজ সেই হার কমে হয়েছে ১.৭৬ শতাংশ। যদিও কলকাতা নিয়ে উদ্বেগ রয়েছে এখন। আজও কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৫৩ জন। কোন কোন জেলা এখনও ঝুঁকিপূর্ণ তার একটি তালিকা তৈরি করেছে কেন্দ্র। সেখানে ১৮ টি জেলার মধ্যে রয়েছে কলকাতাও।
এ দিকে আজই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে ভারতেও করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের খোঁজ মি্লেছে। ২ জন করোনা আক্রান্তের শরীরে এই নতুন ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছে।
কোন জেলায় কী পরিস্থিতি, একনজরে
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার- ০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার- ১।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার- ০।
কালিম্পং– গতকাল আক্রান্ত ৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার- ০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার- ০।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার- ০।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার- ০।
মালদহ– গতকাল আক্রান্ত ৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার- ০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার- ০।
নদিয়া– গতকাল আক্রান্ত ৩৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ১৯ আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫ জন। মৃত্যু: বুধবার- ১, বৃহস্পতিবার- ০।
বীরভূম– গতকাল আক্রান্ত ৩৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ২২ আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার- ০।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার- ০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার- ০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার- ০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১০ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার- ০।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৪ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার- ০।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১০ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার- ০।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৩৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার- ০।
হাওড়া– গতকাল আক্রান্ত ৪৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫১ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার-১।
হুগলি– গতকাল আক্রান্ত ৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৪ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার- ১।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৩১ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২১ জন। মৃত্যু: বুধবার- ৪, বৃহস্পতিবার- ৫।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫১ জন। মৃত্যু: বুধবার- ১, বৃহস্পতিবার- ১।
কলকাতা– গতকাল আক্রান্ত ১৭২ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮৬ জন। মৃত্যু: বুধবার- ৪, বৃহস্পতিবার- ৩।
আরও পড়ুন: Omicron Variant: সারা বিশ্বে দ্রুতগতিতে বাড়বে ওমিক্রন সংক্রমণ, চাঞ্চল্যকর তথ্য মিলল গবেষণায়