খোলা বাজারে মিলবে না করোনার ওষুধ! নয়া নির্দেশিকার পথে স্বাস্থ্য দফতর
অসুস্থ হওয়ার আগেই ওষুধ কিনে রাখছেন অনেকে। কালোবাজারিতে সমস্যায় পড়ছেন সংক্রামিত রোগীরা।
কলকাতা: গত বছর অতিমারীর শুরুর দিকে ওষুধ বা চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না অনেকেই। চিকিৎসার জন্য চিকিৎসক বা হাসপাতালের দ্বারস্থ হতে হত। কিন্তু এবার সংক্রমণের হার বাড়লেও ছবিটা একটু বদলেছে। প্রাথমিক পর্যায়ের চিকিৎসা সম্পর্কে ধারনা তৈরি হয়েছে অনেকেরই। ইন্টারনেটের সৌজন্যে ওষুধের নাম সম্পর্কেও ওয়াকিবহাল বহু মানুষ। ফলে কেউ কেউ সংক্রমণ না হলেও বাড়িতে সে সব ওষুধ কিনে মজুত করে রাখছেন, আর তাতে বাজারে ওষুধের অভাব দেখা দিচ্ছে, বাড়ছে কালোবাজারি। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে উদ্যোগী হল স্বাস্থ্য দফতর। তৈরি করা হচ্ছে নয়া নির্দেশিকা।
করোনা আক্রান্ত যে সব রোগী বাড়িতে ‘হোম আইসোলেশনে’ থেকে চিকিৎসা করাচ্ছেন তাঁদের ‘ডক্সিসাইক্লিন’ বা ‘আইভারমেকটিনে’র মতো বেশ কিছু ওষুধ দিচ্ছেন চিকিৎসকেরা। দেওয়া হচ্ছে ভিটামিন সি, জিঙ্কোভিট। আর বাজারে অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে সে সব ওষুধ। দ্বিগুণ বা তিন গুণ দাম দিয়ে রোগীকে ওষুধ কিনতে হচ্ছে। বাড়ছে কালোবাজারি। আদতে বাজারে ওষুধের পরিমাণ কমে যাওয়াতেই এই অবস্থা। এর ফলে যিনি আক্রান্ত হচ্ছে তাঁকে ওষুধ কিনতে গিয়ে অসুবিধায় পড়তে হচ্ছে। অন্য দিকে, আক্রান্ত হননি এমন অনেকেই আতঙ্কে এই ওষুধ বেশি করে কিনে বাড়িতে রেখে দিচ্ছেন। ফলে, ওষুধের ভাঁড়ারে টান পড়ছে। তাই এবার এই সব ওষুধের জন্য নির্দেশকা আনা
আরও পড়ুন: করোনা কড়চা: সেরে উঠেও স্বস্তি নেই! হঠাৎ হার্ট অ্যাটাকে মৃত্যুও হতে পারে আক্রান্তের
করোনার আর এক ওষুধ রেমডেজিভির নিয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে আগেই। সাধারণত করোনা আক্রান্তের অসুস্থতা বাড়লে এই ওষুধ দেওয়া হয়। আর এই ওষুধ যাতে কেউ ব্যক্তিগতভাবে কিনতে না পারেন, তার জন্য আগেই নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, এই ওষুধর কোম্পানির কাছ থেকে কেবলমাত্র হাসপাতাল বা নার্সিং হোমগুলিই কিনতে পারবে। হাসপাতালগুলি তাদের ক্রিটিক্যাল কেয়ারের বেড কত, কত জন রোগী আছেন- এ সব তথ্য দিয়ে ওষুধ কিনতে পারবে। দেশ জুড়ে গুরুত্বপূর্ণ এই ওষুধের অভাব এতই প্রকট হয়েছে যে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে রাজ্য সরকার।
শুধু ওষুধ নয়, অক্সিমিটারের মতো গুরুত্বপূর্ণ জিনিস নিয়েও হচ্ছে কালোবাজারি। চার-পাঁচগুণ দামে বিক্রি হচ্ছে সেগুলি। এমনকি অক্সিজেন সিলিন্ডারের দাম নিয়েও কালোবাজারি চলছে রাজ্যে।