বুথ ফেরত সমীক্ষায় শূন্য, কী বলছে CPIM?
CPIM: সিপিআইএমের দাবি, ভোট ময়দানে তারাই প্রধান প্রতিপক্ষ, এটা তৃণমূল বুঝেছে। তাই বারবার আক্রমণ করা হয়েছে হয়েছে তাদের। তৃণমূল অবশ্য এভাবে দেখতে নারাজ। রাজ্যের শাসকের দাবি, কোথাও অশান্তি তৈরির চেষ্টা করছিল সিপিআইএম।
কলকাতা: বুথ ফেরত সমীক্ষায় শূন্য সিপিআইএম। তবে ভোট সপ্তমীতে ময়দানে বারবার দেখা গেল সিপিআইএমকে। আক্রান্ত হলেন প্রার্থীরা। গাড়ি ভাঙল প্রার্থীর এজেন্টের। হুমকির মুখে পড়লেন পোলিং এজেন্টরা। তবে কি রাজ্যে মেরুকরণের ভোটে কিছুটা ভাগ বসিয়েছে সিপিআইএম? তাই কি ভোট সপ্তমীতে বারবার সিপিআইএমের সঙ্গে লড়াইয়ে দেখা গেল তৃণমূলকে। চর্চা চলছে রাজনীতির কারবারিদের মধ্যে।
সিপিআইএমের দাবি, ভোট ময়দানে তারাই প্রধান প্রতিপক্ষ, এটা তৃণমূল বুঝেছে। তাই বারবার আক্রমণ করা হয়েছে হয়েছে তাদের। তৃণমূল অবশ্য এভাবে দেখতে নারাজ। রাজ্যের শাসকের দাবি, কোথাও অশান্তি তৈরির চেষ্টা করছিল সিপিআইএম। মানুষ প্রতিরোধ করেছে। তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। ওসব খবরে থাকার নাটক করেছে সিপিআইএম।
ফল যাই হোক না কেন, বঙ্গ রাজনীতিতে সিপিআইএম এখনও আছে, এটা বোঝাতেই কি মরিয়া চেষ্টা তন্ময়, সৃজন, প্রতিকূরদের? চর্চা চলছে রাজনীতির কারবারিদের মধ্যে। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে ১৬.৭২ শতাংশ ভোট কমেছিল বামেদের। বামেদের প্রাপ্ত ভোটের হার ছিল শতকরা ৭.৫ শতাংশ। সিপিআইএমের দাবি, বুথ ফেরত সমীক্ষার ফল মিলবে না। ভোট বাড়বে তাদের। মেরুকরণ ধীরে ধীরে কমছে বঙ্গ রাজনীতিতে।