Bikash Ranjan Bhattacharya: ‘আপনারা তাড়াতাড়ি RG Kar যান’, CBI কর্তাকে ফোন করলেন বিকাশ
Bikash Ranjan Bhattacharya: এ দিন বিকাশবাবু বলেন, "আন্দোলন চলছে। তার একটা পর্যায়ে আমরা অনেকটা এগিয়েছি। আজ কলকাতা হাইকোর্ট তদন্তের দায়িত্ব রাজ্য সরকারের হাত থেকে কেড়ে নিয়েছে। সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। সিবিআই দায়িত্ব পেয়েছে বলে তার ঠিক মতো তদন্ত করবে এই আশা নিয়ে আন্দোলন থেকে পিছিয়ে যাবেন না।"
কলকাতা: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আন্দোলন শুরু করেছে বাম-ছাত্র যুবরা। ঘটনার পর থেকেই তাঁরা হাসপাতাল চত্বরে বিক্ষোভে সামিল হয়েছেন। ছাত্র যুবদের প্রতিবাদ মিছিলের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এরপর আজ বামেদের প্রতিবাদ মঞ্চে হাজির হন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ও বিশিষ্ট আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, সিবিআই আধিকারিকদের বলে দিয়েছেন আরজি করে প্রমাণ লোপাটের চেষ্টা চলছে।
এ দিন বিকাশবাবু বলেন, “আন্দোলন চলছে। তার একটা পর্যায়ে আমরা অনেকটা এগিয়েছি। আজ কলকাতা হাইকোর্ট তদন্তের দায়িত্ব রাজ্য সরকারের হাত থেকে কেড়ে নিয়েছে। সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। সিবিআই দায়িত্ব পেয়েছে বলে তার ঠিক মতো তদন্ত করবে এই আশা নিয়ে আন্দোলন থেকে পিছিয়ে যাবেন না। আন্দোলনের তীব্রতা যত বাড়বে তত আন্দোলন সঠিক পথে এগোবে।”
তিনি আরও বলেন, “আমি এখানে আসার পথে শুনলাম আরজি কর সেমিনার হল অর্থাৎ যেখানে ঘটনাটি ঘটেছে তাকে নষ্ট করার চক্রান্ত চলছে। এটা শুনেই সিবিআই কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি আপনারা দ্রুত আরজি করে যান। তথ্য লোপাটের চেষ্টা চলছে। এই তথ্য লোপাটের আশঙ্কা আদালতে আমরা অত্যন্ত দৃঢ়ভাবে আদালতে জানিয়েছিলাম। এই জন্যই আদালত আমাদের সিবিআই তদন্ত দিয়েছে।” প্রসঙ্গত,