DA Protest: ২৫৭ দিনে আন্দোলন, আজ-কাল আবারও কর্মবিরতি সংগ্রামী যৌথমঞ্চের
DA: এক আন্দোলনকারী বলেন, "আমরা আগেও যেভাবে আন্দোলন করেছি, ১০ ও ১১ তারিখ সেভাবেই পেন ডাউন করেছি। এতে যদি কাজ না হয় আগামিদিনে বৃহত্তর আন্দোলনে শামিল হব। একসঙ্গে তিন জায়গায় আন্দোলন চলবে।"
কলকাতা: পরপর দু’দিন কর্মবিরতির ডাক ডিএ আন্দোলনকারীদের। আজ মঙ্গলবার ও আগামিকাল বুধবার সংগ্রামী যৌথমঞ্চের তরফে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। পুজোর আগে ডিএ-সহ চার দফা দাবিতে ফের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের দাবি, কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারিদের ডিএ দিতে হবে। পাশাপাশি শূন্যপদে স্বচ্ছ এবং স্থায়ী নিয়োগ, যোগ্য অস্থায়ী কর্মচারিদের স্থায়ী পদে নিয়োগের দাবিতে সরব হয়েছে সংগ্রামী যৌথমঞ্চ। এদিন তাঁরা হুঁশিয়ারি দিয়েছে, শহিদ মিনারের পাশাপাশি রাজভবন ও নবান্নের সামনেও অবস্থান করবে তারা।
আজ ২৫৭ দিনে পড়ল সংগ্রামী যৌথমঞ্চের আন্দোলন। শহিদ মিনারে প্রায় এক বছর হতে চলল তাদের ধরনার। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে তাদের এই কর্মসূচি। ইতিমধ্যেই এই দাবিকে সামনে রেখে দিল্লিতে অভিযান করেছেন যৌথ মঞ্চের সদস্যরা।
এর আগেও একাধিকবার কর্মবিরতি পালন করেছেন। তবে তাতে কোনও সমাধানসূত্র কি বেরিয়েছে? আন্দোলনকারীদের উত্তর, ‘না’। এক আন্দোলনকারী বলেন, “আমরা আগেও যেভাবে আন্দোলন করেছি, ১০ ও ১১ তারিখ সেভাবেই পেন ডাউন করেছি। এতে যদি কাজ না হয় আগামিদিনে বৃহত্তর আন্দোলনে শামিল হব। একসঙ্গে তিন জায়গায় আন্দোলন চলবে। এখানকার পাশাপাশি নবান্ন, রাজভবনের সামনেও অবস্থান বিক্ষোভ শুরু করতে চলেছি।”
এদিন সকাল থেকেই বারাসত আদালতের কর্মচারিদের একাংশ জানিয়েছেন, কর্মবিরতি তাঁরা পালন করবেন। অতীতেও যখন দফায় দফায় কর্মবিরতির ডাক দিয়েছেন ডিএ আন্দোলনকারীরা, তখনও তাতে শামিল হয়েছে বারাসত আদালতের কর্মচারিরা।