ED: মিথিলেশের জায়গায় এসেই কোমর বেঁধে নেমে পড়লেন মুকেশ

ED: পাশাপাশি আরও একজন তদন্তকারী অফিসারকে এই মামলার সঙ্গে যুক্ত করা হবে। তিনি মুকেশ কুমারের সহযোগী হিসাবে নিযুক্ত হবেন বলে ইডি সূত্রে খবর। তবে সেই প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি।

ED: মিথিলেশের জায়গায় এসেই কোমর বেঁধে নেমে পড়লেন মুকেশ
ইডি অফিসImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 10, 2023 | 11:07 AM

কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নয়া তদন্তকারী আধিকারিক। দায়িত্বে এলেন ইডি-র নতুন তদন্তকারী অফিসার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মুকেশ কুমার। নিয়োগ দুর্নীতি মামলায় শুনানির সময়ে মিথিলেশ কুমারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তাঁর বদলেই এলেন মুকেশ কুমার। বিচারপতির পর্যবেক্ষণ ছিল, মিথিলেশ কুমারের নেতৃত্বে যে তদন্ত চলছিল, তাতে গতি এগোচ্ছিল না। নির্দেশনামায় উল্লেখ ছিল, ইডির ডিরেক্টরকে ৩ অক্টোবরের তদন্ত নিয়ে উপযুক্ত অফিসারকে পদক্ষেপ করতে বলতে হবে। তারপরই ইডি-র তরফ থেকে এই পদক্ষেপ। নতুন তদন্তকারী অফিসার মুকেশ কুমার ইতিমধ্যেই দায়িত্বগ্রহণ করেছেন। সূত্রের খবর, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্ত কীভাবে দ্রুত সম্পন্ন করা যায়, তা নিয়ে তিনি বাকি অফিসারদের সঙ্গে কথা বলেছেন। দিল্লি-র সদর দফতরের আধিকারিকদের সঙ্গেও আলোচনা সেরেছেন। ইতিমধ্যেই এই মামলার কেস ডায়েরি হস্তান্তরিত হয়েছে।

পাশাপাশি আরও একজন তদন্তকারী অফিসারকে এই মামলার সঙ্গে যুক্ত করা হবে। তিনি মুকেশ কুমারের সহযোগী হিসাবে নিযুক্ত হবেন বলে ইডি সূত্রে খবর। তবে সেই প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি।

সম্প্রতি প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলায় ইডি-র তদন্তকারী অফিসার মিথিলেশ কুমারকে ভর্ৎসনা করেছিলেন বিচারপতি সিনহা। শুনানিতে একাধিক কড়া মন্তব্য করেন বিচারপতি। ইডি-র আধিকারিককে বিচারপতি সিনহার প্রশ্ন ছিল, এই ধরনের তদন্ত করার জন্য কি আদৌ প্রশিক্ষণ রয়েছে তাঁর? তিনি কি আসলে এই তদন্ত থেকে অব্যহতি চাইছেন? তাঁর কি মনে হচ্ছে, আরও তদন্তকারী অফিসার প্রয়োজন? বিচারপতির কথায়, “আমি কেমন যেন একটা গন্ধ পাচ্ছি। আমার তো সন্দেহ যে আপনারাই তথ্য গোপন করছেন।’”

বিচারপতির এটাও পর্যবেক্ষণ ছিল, ইডি-র আইও মিথিলেশ কুমার আত্মবিশ্বাস হারাচ্ছেন। বিচারপতি বলেন, “শুধু এই মামলাতেই নয়, রাজ্যের কোনও মামলাতেই রাখা যাবে না।” তারপরই ইডি-র ডিরেক্টরকে নির্দেশ দিয়েছিলেন তিনি।