Abhishek Banerjee: আজই ইডির কাছে নথি দিতে হবে অভিষেককে

ED: এদিন যাবতীয় নথি ইডির কাছে জমা দিতে হবে। তা খতিয়ে দেখে তারপরই পরবর্তী সমনের ভাবনাচিন্তা করতে পারবে ইডি। তার আগে অভিষেককে সশরীরে ইডি দফতরে হাজিরা দিতে হচ্ছে না। অন্যদিকে এই মামলার দীর্ঘসূত্রিতা নিয়ে বিরক্ত আদালত। মৌখিকভাবে জানায়, ৩১ ডিসেম্বরের মধ্যে ইডি যেন প্রাথমিক মামলার তদন্ত শেষ করে।

Abhishek Banerjee: আজই ইডির কাছে নথি দিতে হবে অভিষেককে
আজ ইডিকে নথি জমা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 10, 2023 | 8:49 AM

কলকাতা: আজই ইডির কাছে নথি পেশ করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আদালতের নির্দেশে আজ মঙ্গলবার নথি জমা করতে হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও অভিষেক। তাঁর সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নিয়ে ইতিমধ্যেই আদালতে প্রশ্নের মুখে পড়েছে ইডি। এরইমধ্যে অভিষেককে তলবও করা হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির তরফে। পাল্টা আদালতের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলাতেই ১০ অক্টোবরের মধ্যে নথি জমার নির্দেশ দেয় আদালত। ১২ অক্টোবরের মধ্যে ওই নথি স্ক্রুটিনি করতে হবে। তারপরও প্রয়োজন পড়লে তখন অভিষেককে সমন পাঠাতে পারবে ইডি।

গত ৩ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। এদিকে সেদিন অভিষেকের দিল্লিতে কর্মসূচি ছিল এবং তা আগাম নির্ধারিত। ফলে সেদিন তিনি হাজিরা দেননি। এদিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা অভিষেকের নাম না নিলেও নির্দেশ দিয়েছিলেন, ৩ তারিখের যে সমন, তা যাতে ব্যাহত না হয় ইডিকে তা দেখতে হবে।

এরপরই একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে সে মামলা ওঠে। অভিষেকের আইনজীবী আদালতে জানান, বহু বছরের পুরনো নথি চেয়েছে ইডি। তা জোগাড়ে কিছুটা সময় দরকার।

তাতেই আদালত ১০ তারিখ পর্যন্ত সময় দেয়। বলা হয় এদিন যাবতীয় নথি ইডির কাছে জমা দিতে হবে। তা খতিয়ে দেখে তারপরই পরবর্তী সমনের ভাবনাচিন্তা করতে পারবে ইডি। তার আগে অভিষেককে সশরীরে ইডি দফতরে হাজিরা দিতে হচ্ছে না। অন্যদিকে এই মামলার দীর্ঘসূত্রিতা নিয়ে বিরক্ত আদালত। মৌখিকভাবে জানায়, ৩১ ডিসেম্বরের মধ্যে ইডি যেন প্রাথমিক মামলার তদন্ত শেষ করে।