বেশ কিছু জেলায় কমেছে সংক্রমণ, কোথাও আবার উর্ধ্বমুখী মৃত্যুর হার, দেখুন আপনার জেলার ছবি

শুক্রবার নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৮৩ জন। মৃত্যু হয়েছে ৮৯ জনের। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ৪ হাজার ৩২১ জন। সুস্থতার হার ৯৭.৮০ শতাংশ। নমুনা পরীক্ষা হয়েছে ৬২ হাজার ৬১৪টি।

বেশ কিছু জেলায় কমেছে সংক্রমণ, কোথাও আবার উর্ধ্বমুখী মৃত্যুর হার, দেখুন আপনার জেলার ছবি
অলঙ্করণ: অভীক দেবনাথ
Follow Us:
| Updated on: Jun 11, 2021 | 11:13 PM

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সবচেয়ে খারাপ পর্ব পেরিয়ে ক্রমেই সুস্থতার পথে এগোচ্ছে বাংলা। জেলায় জেলায় দ্রুতগতিতে কমছে সংক্রমণ। একটি বা দু’টি জেলা বাদ দিলে বাকি সব জেলায় কার্যত সক্রিয় রোগীর সংখ্যা কমছে হু-হু করে। রাজ্যে সব জেলায় সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। যদিও মৃত্যুর হার এখনও কিছুটা চিন্তার কারণ হয়ে রয়েছে। তবে আগামী সময় সেটাও কমে আসবে বলেই আশা করা হচ্ছে। একনজরে দেখে নিন রাজ্যের সামগ্রিক সংক্রমণের ছবিটা কেমন।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১৭২। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত জন ১১৩। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৩ জন। বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১৮৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত জন ২০১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯৪ জন। বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৩২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪২ জন। বৃহস্পতিবার-৪, শুক্রবার-৩।

কালিম্পং– গতকাল আক্রান্ত ৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৩ জন। বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ২৮৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২৯। বৃহস্পতিবার-৪, শুক্রবার-৫।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৬ জন। বৃহস্পতিবার-১, শুক্রবার-১।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৯ জন। বৃহস্পতিবার-০, শুক্রবার-১।

মালদহ– গতকাল আক্রান্ত ৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৪ জন। বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫০ জন। বৃহস্পতিবার-৩, শুক্রবার-২।

নদিয়া– গতকাল আক্রান্ত ৩৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩২০ জন । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩০৭ জন। বৃহস্পতিবার-৪, শুক্রবার-১০।

বীরভূম– গতকাল আক্রান্ত ৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৫ জন । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৬ জন। বৃহস্পতিবার-০, শুক্রবার-১।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৬ জন। বৃহস্পতিবার-১, শুক্রবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৮ জন। বৃহস্পতিবার-২, শুক্রবার-৪।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৯৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৫ জন। বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩০৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪২ জন। বৃহস্পতিবার-৪, শুক্রবার-১।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৪৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৫৯ জন। বৃহস্পতিবার-১, শুক্রবার-৫।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১০৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৭ জন, শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩২ জন। বৃহস্পতিবার-৩, শুক্রবার-৪।

হাওড়া– গতকাল আক্রান্ত ৩২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৬৮ জন। বৃহস্পতিবার-১, শুক্রবার-২।

হুগলি– গতকাল আক্রান্ত ৩৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪২ জন। বৃহস্পতিবার-৩, শুক্রবার-৬।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৯৬৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৭২ জন। বৃহস্পতিবার-২৪, শুক্রবার-২০।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৩১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭৫ জন।বৃহস্পতিবার-৬, শুক্রবার-৫।

কলকাতা– গতকাল আক্রান্ত ৪৮৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬৬ জন। বৃহস্পতিবার-২৪, শুক্রবার-২০।

অন্যদিকে, শুক্রবার নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৮৩ জন। মৃত্যু হয়েছে ৮৯ জনের। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ৪ হাজার ৩২১ জন। সুস্থতার হার ৯৭.৮০ শতাংশ। নমুনা পরীক্ষা হয়েছে ৬২ হাজার ৬১৪টি।