Debangshu Bhattacharya on Sunil Mondal: ‘কোন দলে রয়েছেন জানা নেই’, মন্তব্য দেবাংশুর, তৃণমূলেই ‘ঘরওয়াপসি’ সাংসদ সুনীল মণ্ডলের
Kolkata: রাজীব বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার সভামঞ্চ থেকে অভিষেকের হাত ধরে ফের দলে ফিরে আসেন। সুনীল মণ্ডলও বেশ খানিকটা 'গোপনীয়তা' অবলম্বন করেই দলের বৃত্তে ফিরে এসেছেন
দেবাংশু স্পষ্টই বলেন, “সুনীলবাবু কোন দলে রয়েছেন আমার জানা নেই।” সেখানেই শেষ নয়, সুনীল মণ্ডলকে নিয়ে সরাসরি ফেসবুকে তোপ দেগেছেন দেবাংশু। লিখেছেন, “মা ক্ষমাশীল হতে পারেন, এটা মায়ের ধর্ম। কিন্তু মাতৃভক্ত সন্তানদেরও সমান ক্ষমাশীল হতে হবে, এমন নিদান কোথাও দেওয়া নেই।”
বস্তুত বিধানসভা নির্বাচনের আগে দেবাংশুই বলেছিলেন, ‘যাঁরা দল ছেড়ে বিজেপিতে যাচ্ছে তাঁদের ভোটের পর যদি ফিরিয়ে নেওয়া হয়, তাহলে আমি তৃণমূল ভবনের সামনে রাস্তায় শুয়ে প্রতিবাদ জানাব।’
কার্যত, বিধানসভা ফল ঘোষণার পর একের পর এক পুরনো নেতারা তৃণমূলে ফিরেছেন। সে রাজীব বন্দ্যোপাধ্যায় হোন বা মুকুল রায়। রাজীব বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার সভামঞ্চ থেকে অভিষেকের হাত ধরে ফের দলে ফিরে আসেন। সুনীল মণ্ডলও বেশ খানিকটা ‘গোপনীয়তা’ অবলম্বন করেই দলের বৃত্তে ফিরে এসেছেন। তাহলে কোথাও কি শাসক শিবিরের অন্দরেও দলবদলুদের ঘরওয়াপসি নিয়ে ক্ষোভ বাড়ছে? যদিও এ প্রশ্নের কোনও উত্তর দেননি দেবাংশু।
তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল একুশের বিধানসভা ভোটের আগে শাহী সভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপির পতাকা তুলে নিয়েছিলেন। সম্প্রতি শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তার পর বিজেপি ছেড়ে তৃণমূলে ঘরওয়াপসি করেছেন। সাংসদের নিজের কী মন্তব্য?
এই বিষয়ে সুনীল মন্ডল জানান গত আট মাস আগে রাজ্য নেতৃত্বের সঙ্গে কাজ করছেন তিনি। তিনি যে তৃণমূলে আছেন এটাই তার প্রমাণ। তিনি এও স্বীকার করেন মন্ত্রী স্বপ্নন দেবনাথের সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে সে সব আপাতত মিটে গিয়েছে। সুনীলের কথায়, “মমতাদি সবই জানেন”।
প্রসঙ্গত, কিছুদিন আগেই নিজের সংসদীয় এলাকাতেই প্রবল বিক্ষোভের মুখে পড়েন সাংসদ। গ্রামে ঢোকার সময়েই তাঁকে বাধা দেন গ্রামবাসীরা। গ্রামের মানুষের প্রবল ক্ষোভের মুখে পড়ে ফিরে যেতে হয় তাঁকে। সাংসদকে একপ্রকার গ্রাম থেকে তাড়িয়েই দেওয়া হয়! এমনকী সুনীল মণ্ডল যখন বেরিয়ে যাচ্ছেন, তখনও তাঁর পিছনে শোনা যায়, ‘গো ব্যাক সুনীল মণ্ডল’ স্লোগান। কয়েকজন বিক্ষোভকারীকে মারমুখী ভঙ্গিতে দেখা যায়। ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে শেষ পর্যন্ত ওই গ্রাম থেকে বেরিয়েই যেতে বাধ্য হন সাংসদ সুনীল মণ্ডল।
আরও পড়ুন: Manipur Assembly Election: দলকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে বিজেপিতে যোগ একমাত্র তৃণমূল বিধায়কের