Sandeshkhali: দিল্লির টিম ফিরতেই ডিজির কাছে রিপোর্ট তলব রাজ্যপালের

RajBhawan: এদিন রাজভবন থেকে বেরিয়ে এই টিম জানায়, রাজ্যপাল পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন। তাঁরা এই রিপোর্ট রাষ্ট্রপতিকেও দেবেন। তাঁদের বক্তব্য, "মহিলা কমিশন, এসসি কমিশনের মত আমরাও মনে করি রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিৎ। তবে রাজ্যপাল বিষয়টি দেখছেন। তবে এ রাজ্যে আইনশৃঙ্খলা যে পুরোপুরি বিধ্বস্ত তা মানতেই হবে।"

Sandeshkhali: দিল্লির টিম ফিরতেই ডিজির কাছে রিপোর্ট তলব রাজ্যপালের
রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 25, 2024 | 11:40 PM

কলকাতা: সন্দেশখালির পথে দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে বাধা দেয় পুলিশ। রাজ্যপালের কাছে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে টিম। রাজ্য সরকারকেও নিশানা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির। দিল্লি ফিরে রাষ্ট্রপতির কাছে নালিশ জানানো হবে বলেও জানিয়েছেন টিমের সদস্যরা। রবিরা এদিন সন্দেশখালি যাওয়ার পথে ভোজেরহাটে এই টিমকে আটকে দেয় পুলিশ। সন্দেশখালির পাত্রপাড়া, নতুন পাড়া, মাঝের পাড়া ও নস্কর পাড়ায় যাওয়ার কথা ছিল এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির। এই টিমের সদস্যদের আটকও করা হয়। এরপরই এদিন সন্ধ্যা রাজভবনে যান তাঁরা। তাঁদের অভিযোগের ভিত্তিতে রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

রাজভবন সূত্রে খবর, এদিন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির টিম রাজ্যপালকে যে চিঠি দিয়েছেন, তাতে বলা হয়েছে, সন্দেশখালিতে আইনের শাসন নেই। সাধারণ নির্দোষ মানুষকে গ্রেফতার করা হচ্ছে। রাজ্যপালকে এই ঘটনায় হস্তক্ষেপের অনুরোধ করা হয়েছে ।

এদিন রাজভবন থেকে বেরিয়ে এই টিম জানায়, রাজ্যপাল পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন। তাঁরা এই রিপোর্ট রাষ্ট্রপতিকেও দেবেন। তাঁদের বক্তব্য, “মহিলা কমিশন, এসসি কমিশনের মত আমরাও মনে করি রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিৎ। তবে রাজ্যপাল বিষয়টি দেখছেন। এ রাজ্যে আইনশৃঙ্খলা যে পুরোপুরি বিধ্বস্ত তা মানতেই হবে।”