ভোটমুখী বাংলায় ফের আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার
আগামী ১২ জানুয়ারি তিনি রাজ্যে আসবেন। ফিরে যাবেন পরের দিন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মাসকয়েক বাকি থাকতেই তাঁর এই সফর যে গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।
কলকাতা: ভোটমুখী বাংলায় ফের পা রাখতে চলেছেন জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনার সুদীপ জৈন (Deputy Election Commisioner Sudip Jain)। সূত্রের খবর, আগামী ১২ জানুয়ারি তিনি রাজ্যে আসবেন। ফিরে যাবেন পরের দিন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মাসকয়েক বাকি থাকতেই তাঁর এই সফর যে গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।
সুদীপ জৈনের সফরের আলাদা তাৎপর্য রয়েছে। কারণ, আগামী ১৫ জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছে রাজ্য কমিশন। সূত্রের খবর, দু’দিনের সফরে রাজ্যে নির্বাচনের প্রস্তুতি ভোটার তালিকা পর্যালোচনার জন্যই আসছেন তিনি। প্রসঙ্গত, গত মাসেও একবার দু’দিনের জন্য রাজ্যে এসেছিলেন সুদীপ জৈন। সেই সফরে সমস্ত জেলার জেলাশাসক ও পুলিস সুপারদের সঙ্গে বৈঠক করে আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি একাধিক নির্দেশও দেন।
আরও পড়ুন: কৃষি আইন বাতিলের দাবিতে সর্বদলীয় প্রস্তাব, বিধানসভায় বিশেষ অধিবেশন
সেই নির্দেশ আদতে কতটা বলবৎ করা হয়েছে এবং প্রশাসন কী কী ব্যবস্থা নিয়েছে তা নিয়ে আলোচনা করতে পারেন ডেপুটি নির্বাচন কমিশনার। বস্তুত, ডেপুটি কমিশনারের ঘনঘন সফরই বুঝিয়ে দিচ্ছে, বাংলা বিধানসভা নির্বাচনকে কতটা গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: ২০০৯ প্রাইমারিতেও ধাক্কা খেল রাজ্য সরকার, প্যানেল প্রকাশের ১৫ দিনের মধ্যেই নিয়োগের নির্দেশ