‘দিদি আমাদের বাঁচান’, পোস্টার নিয়ে পথে বসলেন বাস মালিকরা
এক দিকে পেট্রোল-ডিজেলের অগ্নিমূল্য, অন্য দিকে কার্যত লকডাউনে একটানা বন্ধ বাস পরিষেবা। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) ওপরেই ভরসা রাখছেন বাস মালিকরা।
কলকাতা: হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। তাই আর্থিক সঙ্কটের মুখে বাস মালিকরা। একইসঙ্গে রয়েছে করোনা পরিস্থিতির দীর্ঘ প্রভাব। আর এ সবের মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানাচ্ছেন বাস মালিক সংগঠনের কর্তারা। ‘দিদি আমাদের বাঁচান’, এই পোস্টার হাতে নিয়েই পথে বসেছেন তাঁরা।
এই পোস্টার নিয়ে আজ, বুধবার অভিনব প্রতিবাদ দেখালেন বাস মালিক সংগঠনের কর্তারা। বাস মালিক সংগঠনের কর্তাদের দাবি, যে ভাবে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে বাস পরিষেবা সচল রাখা কোনোভাবেই সম্ভব নয়। তাই অবিলম্বে ডিজেলের মূল্যবৃদ্ধির ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানিয়েছেন তাঁরা।
একইসঙ্গে করোনা-কালে প্রভাবে একটানা অনেক দিন বাস পরিষেবা প্রায় বন্ধ। এই অবস্থায় আর্থিক সঙ্কটের মধ্যে পড়ছেন বাস মালিক, চালক ও সহকারী চালকরা। তাঁদের দাবি, যত দিন যাচ্ছে পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। এই সমস্ত বিষয়ের কথা উল্লেখ করেই অভিনব কায়দায় প্রতিবাদ দেখাচ্ছেন বাস মালিক সংগঠনের কর্তারা।
আরও পড়ুন: আজ হচ্ছে না তারিখ ও নির্ঘণ্ট ঘোষণা, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে তৈরি চরম ধোঁয়াশা
সংগঠনের কর্তা প্রদীপ নারায়ণ বসু বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের কিছু করার নেই। সমস্ত কিছু ছেড়ে দিয়েছি মুখ্যমন্ত্রীর ওপরে। তিনি যা সিদ্ধান্ত নেবেন, তাই হবে। তিনি আরও বলেন, ভাড়া বাড়ানো বা অন্য কোনও দাবি তাঁরা জানাবেন না, তবে মুখ্যমন্ত্রীকে তাঁদের কথা শুনতে হবে। তাতে কাজ না হলে ১৬ তারিখের পর রাজ্যে বিধি-নিষেধ উঠে গেলেও বাস চালাবেন না তাঁরা।
প্রসঙ্গত এর আগে বর্তমান পরিস্থিতির কথা জানিয়ে রাজ্য সরকারের কাছে একাধিকবার চিঠি পাঠিয়ে ছিল বাস মালিক সংগঠন। কিন্তু এই বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাঁদের। তাই এবার এই অভিনব প্রতিবাদের পথে হাঁটলেন বাস মালিক কর্তারা।